উত্তর প্রদেশে কৃষকদের উদ্দেশে ভাষণের মাঝপথে ধর্ষণের শিকার এক কন্যার মায়ের স্লোগানে থেমে যেতে বাধ্য হলেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
মঙ্গলবার রাজ্যের মথুরা শহরে এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, মেয়ের হয়ে ন্যায়বিচার চাইতে পার্শ্ববর্তী রাজ্য রাজস্থানের ভারতপুর থেকে উত্তর প্রদেশের মথুরায় আসেন ওই নারী। কংগ্রেসের সমাবেশে অংশ নিতে প্রিয়াঙ্কা গান্ধী আসবেন জেনেই সেখানে যান তিনি।
প্রিয়াঙ্কার ভাষণ চলাকালে তার দৃষ্টি আকর্ষণে বিচারের দাবিতে স্লোগান দিতে শুরু করেন ওই নারী। এ সময় ভাষণ বন্ধ করে তার সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে ফোন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদও দেন প্রিয়াঙ্কা। গেহলটও দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
পরে এ নিয়ে প্রিয়াঙ্কার বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ করে উত্তর প্রদেশ রাজ্য সরকার।
টুইট করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা শালাভ মনি ত্রিপাঠি বলেন, ‘এই মায়ের কান্না না সংবাদমাধ্যমের নজরে আসবে, না প্রিয়াঙ্কার। কারণ তার নিরীহ সন্তান ধর্ষণের শিকার হয়েছেন রাজস্থানে। আর বিচার চাইতে তাকে আসতে হয়েছে উত্তর প্রদেশে প্রিয়াঙ্কার সমাবেশে।
‘রাজস্থানেই বেশিরভাগ ধর্ষণের ঘটনা ঘটে। কিন্তু রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী সেখানে কখনো যান না কিংবা এ বিষয়ে কথা বলার বা ন্যায়বিচার নিশ্চিতের প্রয়োজন বোধ করেন না।’
উত্তর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে গেল কয়েক সপ্তাহে একাধিকবার রাজ্যটিতে সফর করেন প্রিয়াঙ্কা। তিনি যোগ দেন সেখানকার কৃষকদের বিক্ষোভ সমাবেশে।
হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মতো আলোচিত ঘটনার পর উত্তর প্রদেশে নারীর ওপর সহিংসতার বিষয়টি নিয়ে যোগী আদিত্যনাথ ও বিজেপি নেতৃত্বাধীন সরকারের ব্যাপক সমালোচনাও করেন প্রিয়াঙ্কা।