হিমালয়-অধ্যুষিত লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় গত বছর ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত চীনা সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এক ব্লগারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
কর্তৃপক্ষ বলছে, ৩৮ বছর বয়সী ব্লগার ওই সংঘর্ষ নিয়ে ‘বিদ্বেষপূর্ণভাবে সত্যকে বিকৃত করেছিল’।
বিবিসি লিখেছে, গালওয়ান উপত্যকার সংঘর্ষ নিয়ে প্রশ্ন তোলায় এই নিয়ে ছয়জনকে আটক করল চীন কর্তৃপক্ষ।
গত বছরের জুনে ভারত-চীন সীমান্তে ওই সংঘর্ষ হয়। এটি ছিল দেশ দুটির মধ্যে গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী লড়াই। ভারত জানিয়েছিল, ওই সংঘর্ষে হাতাহাতিতে তাদের অন্তত ২০ জন সেনার মৃত্যু হয়েছে।
তবে নিজেদের সেনাদের মধ্যে হতাহত নিয়ে মুখ খুলছিল না চীন। গত সপ্তাহে প্রথমবারের মতো বেইজিং জানায়, গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে সংঘর্ষে তাদের চারজন সেনার মৃত্যু হয়েছিল।
তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় কিউ জিমিং নামে জনপ্রিয় ব্লগারকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে ২৫ লাখ ফলোয়ার ছিল তার।
তবে কিউয়ের অ্যাকাউন্টটি মুছে ফেলার কারণে সেটি যাছাই করা যায়নি। গত সপ্তাহে ওয়েইবো জানিয়েছিল, কিউয়ের অ্যাকাউন্টটি এক বছরের জন্য নিষিদ্ধ করেছে তারা।
বীর ও শহিদদের ব্যাপারে অপবাদ ঠেকাতে ২০১৮ সালে একটি আইন পাস করে চীন।
তবে কিউয়ের বিচার সম্প্রতি চীনের ফৌজদারি আইনে আনা সংশোধিত একটি ধারা অনুযায়ী হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
সংশোধিত ধারাটি কার্যকর হবে আগামী মাস থেকে। এই ধারায় দোষী ব্যক্তির তিন বছর পর্যন্ত জেল হতে পারে।