বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিয়ানমারে বিক্ষোভে গুলি, নিহত ২

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:১৯

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কো অং জানান, কিছু বিক্ষোভকারী পুলিশের উদ্দেশে গুলতি দিয়ে ঢিল ছোড়ে। এর জবাবে গুলি চালায় ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। এতে দুই জন নিহত ও ২০ জন আহত হন।

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায়ে পুলিশের গুলিতে দুই জন নিহত হয়েছেন।

স্থানীয় জরুরি সহায়তাকর্মীদের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভিকে শহরটির পারাহিতা ডারহি জরুরি স্বেচ্ছাসেবা সংগঠনের নেতা কো অং বলেন, ‘২০ জন আহত ও দুই জন মারা গেছেন।’

তিনি জানান, কিছু বিক্ষোভকারী পুলিশের উদ্দেশে গুলতি দিয়ে ঢিল ছোড়ে। এর জবাবে গুলি চালায় ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

বিক্ষোভে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা এক চিকিৎসক জানিয়েছেন, মাথায় গুলি লাগার পর একজন ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন মারা গেছেন বুকে গুলি লেগে।

১ ফেব্রুয়ারি ভোরে সু চিসহ কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ক্ষমতায় আসে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাশাসনের বিরুদ্ধে দেশটিতে টানা বিক্ষোভ করছে হাজারো মানুষ।

সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে ৯ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হওয়া এক তরুণী বৃহস্পতিবার রাজধানী নেপিদোর একটি হাসপাতালে মারা যান।

মায়া থোয়েহ থোয়েহ খাইন নামে ২০ বছর বয়সী ওই তরুণীর ছবি হাতে নিয়েও বিক্ষোভ করছেন মিয়ানমারের আন্দোলনকারীরা।

এ বিভাগের আরো খবর