মিয়ানমারের সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ সেই তরুণীর মৃত্যু হয়েছে।
রাজধানী নেপিদোর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
সিএনএন ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিদোতে বিক্ষোভে অংশ নেন সদ্য ২০-এ পা দেয়া মায়া থোয়েহ থোয়েহ খাইন।
ওই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, রাবার বুলেট ও গুলি চালায় মিয়ানমারের পুলিশ। মাথায় গুলিবিদ্ধ হন খাইন। গুরুতর সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
খাইনের পরিবারের সবাই মিয়ানমারের নির্বাচিত নেতা শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সমর্থক। নিহত খাইনের ভাই জানান, গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়েছিলেন খাইন।
এনএলডির মুখপাত্র কি টো ফেসবুকে বলেন, বিক্ষোভ চলাকালে হেলমেট ভেদ করে গুলিটি খাইনের মাথায় ঢোকে।
৯ ফেব্রুয়ারি বিক্ষোভের সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, জলকামান থেকে এক তরুণী নিজেকে রক্ষা করছেন। এ সময় হঠাৎ তিনি মাটিতে পড়ে যান।
১ ফেব্রুয়ারি ভোরে সু চিসহ কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ক্ষমতায় বসে মিয়ানমারের সেনাবাহিনী। সেনাশাসনের বিরুদ্ধে দেশটিতে টানা বিক্ষোভ করছে হাজারো মানুষ।
মিয়ানমারে দুই সপ্তাহ ধরে চলা গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে খাইনই প্রথম দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ হারালেন।