বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গালওয়ান সংঘর্ষে ৫ সেনা নিহতের স্বীকারোক্তি চীনের

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৯

গত বছরের ১৫ জুন হিমালয়-অধ্যুষিত গালওয়ান উপত্যকায় চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। চার দশকেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ।

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় গত বছরের জুনে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে এক কমান্ডারসহ নিজেদের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছিল বলে স্বীকার করেছে চীন।

ঘটনার আট মাস পর প্রথমবারের মতো এই প্রাণহানির কথা স্বীকার করল চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। শুক্রবার চীনের সেনাবাহিনীর পত্রিকা পিএলএ ডেইলির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিহত সেনাদের সম্মানিত করেছে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন (সিএমসি)।

গত বছরের ১৫ জুন হিমালয়-অধ্যুষিত গালওয়ান উপত্যকায় চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। চার দশকেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ।

পিএলএ ডেইলির বরাতে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পিএলএ জিনজিয়াং সামরিক কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার কিউ ফাবাও রয়েছেন। বাকিরা হলেন চেন হংকজুন, চেন জিয়াংরং, জিয়াও সিয়ুয়ান ও ওয়াং জুহুরান। দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের নেতৃত্বে পিএলএ তাদের সম্মানিত করেছে।

গালওয়ান উপত্যকার সংঘর্ষে চীনের কমপক্ষে ৩০ সেনা নিহত হয়েছে বলে সে সময় দাবি করেছিল ভারত। তবে সংঘর্ষে হতাহতের বিষয় কখনও স্বীকার করেনি চীন।

১০ ফেব্রুয়ারি রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছিল, গালওয়ান সংঘর্ষে চীনের ৪৫ সেনা নিহত হয়।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় কৌশল ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক কিয়ান ফেং গ্লোবাল টাইমসকে বলেন, গালওয়ান সংঘর্ষে চীনের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, এমন প্রচারকে খণ্ডন করতেই নিহত সেনাদের বিবরণ প্রকাশ করেছে চীন।

চীনের এই স্বীকারোক্তি এমন সময় এলো যখন লাদাখে ভারত-চীন সীমান্তে দুই পক্ষের সেনারা গত বছরের মে মাসে শুরু হওয়া বিবাদের কেন্দ্রস্থল প্যানগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীর থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে ।

এ বিভাগের আরো খবর