এক বছরের বেশি সময় পর প্রকাশ্যে দেখা গেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের স্ত্রী রি সোল-জুকে।
স্থানীয় সময় মঙ্গলবার স্বামীর সঙ্গে তাকে দেখা যায় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, কিমের প্রয়াত বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা কিম জং-ইলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক কনসার্টে দেখা যায় রিকে।
অতীতে রাষ্ট্রীয় বড় অনুষ্ঠানগুলোতে প্রায়ই স্বামীর সঙ্গে দেখা যেত রিকে। তবে গত বছরের জানুয়ারি থেকে তাকে কোথাও দেখা যায়নি। তার এ অনুপস্থিতিতে অনেকের জল্পনা ছিল, তিনি অসুস্থ কিংবা অন্তঃসত্ত্বা হতে পারেন।
এ নিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের ব্রিফ করেছে বলে খবর পাওয়া গেছে। আইনপ্রণেতাদের জানানো হয়েছে, করোনাভাইরাস নিয়ে শঙ্কার জেরে লোকসমাগম এড়িয়ে চলছেন রি। এ সময়ে সন্তানের সঙ্গে তিনি ব্যস্ত থাকতে পারেন।
উত্তর কোরিয়া এখন পর্যন্ত করোনাভাইরাসে কারও সংক্রমণের খবর জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা হওয়ার কথা নয়।
রোডং সিনমুন নামে উত্তর কোরিয়ার একটি সংবাদমাধ্যম জানায়, কিম ও তার স্ত্রী মানসুদাই আর্ট থিয়েটারে প্রবেশ করেন। ছবিতে তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়।
কারও মুখে ছিল না মাস্ক। অনুষ্ঠানস্থলে শারীরিক দূরত্ব মানতেও দেখা যায়নি।