বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দলছুটদের মীরজাফর বললেন মমতা

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৩৯

মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা দলছুট নেতাদের বিশ্বাসঘাতক প্রমাণ করতে নবাব সিরাজউদৌল্লা ও মীরজাফরের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, দলের কর্মীদের ভরসাতেই ফের সরকার গড়বে তৃণমূল।

ভারতের মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল ছেড়ে নেতাদের মীরজাফরের সঙ্গে তুলনা টেনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আবারও প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যেবাদী বলেও আক্রমণ করেছেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে ভোট আসছে। তাই বাড়ছে রাজনৈতিক আক্রমণের ঝাঁঝ। এদিন তৃণমূল প্রধান মমতা বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় দলের হয়ে নির্বাচনি প্রচারে অংশ নেন।

মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা দলছুট নেতাদের বিশ্বাসঘাতক প্রমাণ করতে নবাব সিরাজউদৌল্লা ও মীরজাফরের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, দলের কর্মীদের ভরসাতেই ফের সরকার গড়বে তৃণমূল।

এদিন তিনি দলছুট নেতাদের ‘দুর্নীতিগ্রস্ত’ বলেও মন্তব্য করেন। মমতা বলেন, ‘বিজেপি ওয়াশিং মেশিন দিয়ে কালোকে সাদা করে দিচ্ছে! আসলে দুর্নীতিগ্রস্ত বেইমানরা বিজেপিতে যাচ্ছে। আমি কাউকে ভয় পাই না।’

পাল্টা প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপিও। নদিয়ার নবদ্বীপের পর বীরভূমের তারাপীঠ থেকে এ দিন পরিবর্তন যাত্রা (রথযাত্রা) শুরু হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাসহ শীর্ষ নেতারা।

বীরভূমে বিজেপির পরিবর্তন যাত্রায় দলের সভাপতি জেপি নাড্ডাসহ অন্যান্য নেতারা।

বীরভূমে নাড্ডা বলেন, মমতা সরকার উন্নয়ন রুখতে এবং রাজ্যে দুর্নীতি ছড়াতে কাজ করেছে। মমতা দিদিকে এবার বাংলায় পদ্ম খাওয়াতে হবে বলে রাজ্যবাসীর মন ভরে গেছে।

মমতার দলের নির্বাচনী প্রতীক ঘাসফুল। আর বিজেপির পদ্ম। তাই নাড্ডা এদিন পদ্ম খাওয়ানোর কথা বলেন।

ঝাড়গ্রামে বিজেপি সভাপতির অভিযোগ, তোষণের রাজনীতির কারণে মমতা সরকার বাংলাকে নৃশংসতা ও বিশৃঙ্খলার কেন্দ্র বানিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার সরকার গড়বে বিজেপি।

মমতা এদিন বর্ধমানে ‘মাটি উৎসবে’ যোগ দেন। সরকারি ও দলীয় কর্মসূচিতে তিনি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথীসহ বিভিন্ন প্রকল্পের কথা বলেন।

সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, পিসি-ভাইপো (মমতা ও তার সাংসদ ভাইপো) তোলাশ্রী (তোলাবাজি), দুর্নীতিশ্রী, মিথ্যাশ্রী প্রকল্প চালু করেছেন।

এ বিভাগের আরো খবর