বাঙালির প্রিয় খেলা ফুটবল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটাই ভালোই জানেন। তাই রোববার পশ্চিমবঙ্গ সফরে এসে ফুটবলের পরিভাষায় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি।
পশ্চিমবঙ্গ, অসমসহ পাঁচ রাজ্যে সামনেই বিধানসভার ভোট। সেদিকে লক্ষ্য রেখে প্রচারে ঝড় উঠছে সর্বত্রই। নির্বাচনের দিন তারিখ ঘোষণা না হলেও সবপক্ষই প্রচারে নেমে পড়েছে।
এদিনই ভারতের প্রধানমন্ত্রী বিজেপির হয়ে অসম ও পশ্চিমবঙ্গে দুটি সভা করেন। দুই জায়গাতেই বিরোধীদের আক্রমণই ছিল মোদির ভাষণের সারমর্ম। উন্নয়নের কথা বলে কংগ্রেসকে খোঁচা দেন তিনি।
পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জনসভায় মোদির আক্রমণের মূল লক্ষ্যই ছিলেন মমতা। একই সঙ্গে তিনি ‘ম্যাচ ফিক্সিং’-এর কথা বলে বাম ও কংগ্রেসকেও খোঁচা দিতে ছাড়েননি।
তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়ালেন মোদি। মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তিনি আক্রমণের প্রধান লক্ষ্য হিসাবে তুলে ধরেন। সেইসঙ্গে পশ্চিমবঙ্গে পরিবর্তনেরও ডাক দেন তিনি।
মোদি ফুটবলের ভাষায় বলেন, ‘অপশাসনের ফাউল, দুর্নীতির ফাউল, মানুষের টাকা লোটার ফাউল চলছে। তাই বাংলার মানুষ তৃণমূলকে ‘রামকার্ড’ দেখাতে চলেছে।’
তবে মোদির রামকার্ডকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষ রোববারও দাবি করেন, ‘পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে হ্যাট্রিক করবে তৃণমূল। পরপর তিনবার সরকার গড়তে চলেছি আমরা’।