বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দোটানায় বিজেপি

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:২৩

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের দাবি আর অসমে এর বিরোধিতা দোটানায় ফেলেছে বিজেপিকে।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে দোটানায় পড়েছে শাসক দল বিজেপি। সামনে পশ্চিমবঙ্গ, অসমসহ পাঁচ রাজ্যে বিধানসভার নির্বাচন। অসমে উঠেছে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি। অন্যদিকে পশ্চিমবঙ্গ চাইছে এর বাস্তবায়ন।

নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসে নাগরিকত্ব আইন সংশোধন করে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে করা হয় এই সংশোধন।

তবে বিজেপি শাসিত অসমসহ একাধিক রাজ্যে শুরু হয় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা। আইনটির বিরোধীদের আশঙ্কা, নতুন সংশোধনীতে অনুপ্রবেশ বাড়বে। ফলে সমস্যায় পড়বেন ভূমিপুত্ররা।

তবে পশ্চিমবঙ্গের হিন্দুরা এই আইনের দ্রুত বাস্তবায়ন চাইছে। বিশেষ করে তফশিলি জাতিভুক্ত মতুয়া সম্প্রদায়ের দাবি, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব নিশ্চিত করতে হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল নাগরিকত্ব সংশোধনী আইন।

তবে অসমের বিক্ষোভের কথা মাথায় রেখে এক বছর আগে আইনটি পাস করিয়েও তা কার্যকর করছে না কেন্দ্রীয় সরকার। অসমের বিরোধিতা আর পশ্চিমবঙ্গে আইনটির দাবি দোটানায় ফেলেছে বিজেপিকে।

অসমের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে ক্ষুব্ধ বাঙালিরা। সম্প্রতি জাতীয় সংসদে কেন্দ্রীয় সরকারকে বলতে হয়েছে, দেশজুড়ে এনআরসি চালুর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এনআরসি হতে দেয়া যাবে না। মতুয়ারা ভারতের বৈধ নাগরিক হওয়ায় বিজেপির ওপর চাপ তৈরি করেছেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপির দোটানার মধ্যে মমতার দলের আরেক মমতা সাবেক তৃণমূল সংসদ সদস্য মমতাবালা ঠাকুর বিজেপির বিরুদ্ধে ভাঁওতাবাজির অভিযোগ তুলেছেন।

মমতাবালা বলেন, কেন্দ্র ভুল বোঝাচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োজন নেই। মতুয়াদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি ৷

মমতাবালার এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন।

পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা বলেন, মতুয়াদের ভুল বোঝাচ্ছে তৃণমূল। সবাইকে নাগরিকত্ব দেয়া হবে।

তবে অসমে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভোটের মুখে নীরব বিজেপি। বরং ক্ষমতায় গেলে ফের এনআরসি হবে বলে অসমে প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা।

সংখ্যাগরিষ্ঠ অসমিয়াদের মন পেতে বিজেপি অসমে বাঙালিবিদ্বেষ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পার্থরঞ্জন চক্রবর্তী।

এ বিভাগের আরো খবর