বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শক্তি প্রদর্শনে নামছে বাম-কংগ্রেস

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২১ ১৬:০৯

সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, বিজেপি ও তৃণমূলকে হারানোই জোটের প্রধান লক্ষ্য।সেই লক্ষ্যকেই সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা। উপস্থিত থাকবেন উভয় দলের সর্বভারতীয় নেতৃত্ব। আমন্ত্রন জানানো হচ্ছে বিজেপি বিরোধী দলগুলিরও শীর্ষ নেতাদের।

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে বিধানসভা ভোটের আগে বাম ও কংগ্রেস যৌথভাবে শক্তি প্রদর্শনে নামছে। ২৮ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যৌথ জনসভার ডাক দেয়া হয়েছে।

বহু যুগ ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএম ও কংগ্রেস একে অন্যের বিরুদ্ধে লড়াই করলেও এবার তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে জোটবদ্ধ হয়েছে। ইতোমধ্যেই উভয় দলই জানিয়ে দিয়েছে জোটের কথা।

প্রথমেই ঠিক হয় গতবার রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে গতবার জেতা ৭৭টি আসনে বিজয়ী দলই জোটের প্রার্থী ঠিক করবে। ইতোমধ্যেই ১৯৩টি আসনে টিকিট বন্টনে উভয় পক্ষের সমঝোতা চূড়ান্ত।

জোট প্রক্রিয়ায় কোথাও কোনো জট নেই বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, বিজেপি ও তৃণমূলকে হারানোই জোটের প্রধান লক্ষ্য।

সেই লক্ষ্যকেই সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জনসভা। উপস্থিত থাকবেন উভয় দলের সর্বভারতীয় নেতৃত্ব। আমন্ত্রন জানানো হচ্ছে বিজেপি বিরোধী দলগুলিরও শীর্ষ নেতাদের।

এদিকে ভাঙন চলছে শাসক দল তৃণমূলে। নেতা-মন্ত্রীরা দলে দলে যোগ দিচ্ছেন বিজেপিতে। ৩০ তারিখ ফের রাজ্যে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনও ফের দলবদলের সম্ভাবনা প্রবল।

তবে স্বস্তিতে নেই বিজেপিও। সেখানে শুরু হয়েছে আদি আর নব্যের লড়াই। দলের পুরনো নেতারা অনেকেই মনোনয়ন না পাওয়ার আশঙ্কায় ভুগছেন।

২০১৯ এর লোকসভা ভোটের ফলে দেখা যায় রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১২১টিতে বিজেপি এগিয়ে রয়েছে। তাই সেই কেন্দ্রগুলিই টার্গেট বিজেপির আদি নেতাদের।

কিন্তু তৃণমূলের হেভিওয়েট নেতারা যোগ দেয়ায় অনেকটাই পিছিয়ে পড়েছে পুরনো নেতাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা। ফলে ক্ষোভ দেখা দিচ্ছে বিভিন্ন জেলায়।

এই অবস্থায় কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল নেতারা। দলের মুখপাত্র কুনাল ঘোষের কটাক্ষ, ‘কোথায় বিজেপি! তৃণমূলের দাগিরাই তো সামনের সারিতে। বিজেপি তো দখল করে নিয়েছে তৃণমূলের পচামাল।’

বাম-কংগ্রেসের যৌথ মিছিলে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।

এ বিভাগের আরো খবর