বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলে হচ্ছে আমিরাতের দূতাবাস

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ০৮:৫৩

এবার ইসরায়েলে দূতাবাস স্থাপনের উদ্যোগ নিল আরব বিশ্বের প্রভাবশালী দেশটি। অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি আবু ধাবি।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক দিন দিন আরও গভীর করছে সংযুক্ত আরব আমিরাত। এবার তেল আবিবে দূতাবাস স্থাপনে উদ্যোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

ইহুদি দেশটি আবু ধাবিতে দূতাবাসের কার্যক্রম শুরুর ঘোষণা দেয়ার পর একই ধরনের সিদ্ধান্তের কথা জানাল আরব আমিরাতের মন্ত্রী পরিষদ।

১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডানের পর গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় আরব আমিরাত। তাদের দেখানো পথে হাটে আরব বিশ্বের আরও তিনটি দেশ- বাহরাইন, সুদান ও মরক্কো।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসব চুক্তি বন্ধুর ‘পিঠে ছুরিকাঘাত’ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলিদের দখলদারিত্বে নিপীড়িত ফিলিস্তিনিরা। ২০০২ সালে স্বাক্ষরিত ‘আরব শান্তি উদ্যোগ’এর কথাও মনে করিয়ে দিচ্ছে তারা।

ওই চুক্তি অনুযায়ী, ইরসায়েলকে ১৯৬৭ সালের সীমারেখা প্রত্যাহার করে নিতে হবে। তখন পশ্চিম তীর ও গাজা নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সাপেক্ষে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

এসবে পাত্তা না দিয়ে ইসরায়েলের সঙ্গে ক্রমাগত সম্পর্ক গভীর করে চলছে আরব আমিরাত। বিমান চলাচল, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও পর্যটনসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক অনেক চুক্তি করেছে দেশ দুটি।

গত বছরের আগস্টে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল

এবার ইসরায়েলে দূতাবাস স্থাপনের উদ্যোগ নিল আরব বিশ্বের প্রভাবশালী দেশটি। অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি আবু ধাবি।

ইসরায়েল সরকার জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে উল্লেখ করে থাকে। কিন্তু তাদের এ দাবিতে স্বীকৃতি নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকের। এ ছাড়া, ফিলিস্তিনের নেতারাও বলে থাকে, তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

ফলে ইসরায়েলে যেসব দেশের দূতাবাস রয়েছে এর মধ্যে বেশির ভাগই তেল আবিবে অবস্থিত।

দূতাবাস স্থাপনের দৌড়ে আরব আমিরাত থেকে এগিয়ে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্র দূত প্রেরণের মাধ্যমে আরব দেশটিতে আনুষ্ঠানিকভাবে তাদের দূতাবাসের কার্যক্রম শুরু করা হয়েছে। স্থায়ী কোনো জায়গা পাওয়ার আগে আবু ধাবিতেই এর কার্যক্রম চলবে।

এ ছাড়া, কয়েক সপ্তাহের মধ্যে দুবাইয়েও একটি কনস্যুলেট খোলার পরিকল্পনা ইসরায়েলের। সেই সঙ্গে দূতাবাস খোলা হবে বাহরাইন ও মরক্কোতেও।

এ বিভাগের আরো খবর