‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় টিকা উপহারের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টি আবার নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর।
উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বহনকারী ভারতীয় বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক টুইটে তিনি এ মন্তব্য করেন।
বুধবার বেলা ১১টা ২০ মিনিটে বিমানটি অবতরণ করে। এতে ১৬৭টি বক্সে ১২ হাজার ডোজ করে মোট ২০ লাখ চার হাজার টিকা পাঠানো হয়।
টুইটে টিকা বহনকারী বিমানের ছবি দিয়ে জয়শঙ্কর লেখেন, ‘ঢাকায় অবতরণ। #ভ্যাকসিনমৈত্রীর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টি ফের নিশ্চিত করা হয়েছে।’
বাংলাদেশের উদ্দেশে টিকা বহনকারী বিমানের উড্ডয়ন নিয়ে টুইট করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
তিনি টুইটে লেখেন, ‘গন্তব্য বাংলাদেশ! ভারতে তৈরি করোনা টিকার চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।’
ভারত থেকে আসা টিকার প্রথম চালানটি পুলিশি পাহারায় বিশেষ কাভার্ডভ্যানে করে নেয়া হয় তেজগাঁওয়ের ইপিআই সেন্টারে। সেখানেই বিশেষ ফ্রিজারে সংরক্ষণ করা হবে টিকাগুলো।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে টিকার স্যাম্পল হস্তান্তর করেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।