প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হোয়াইট হাউজ ছেড়েছেন ডনাল্ড ট্রাম্প। জো বাইডেনকে জায়গা করে দিতে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে উড়াল দিয়েছেন ফ্লোরিডায় নিজ বাড়ির পথে।
স্থানীয় সময় বুধবার ভোরে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজ ছাড়েন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
বিবিসির খবরে বলা হয়, হোয়াইট হাউজ ছেড়ে মেরিল্যান্ডের অ্যান্ড্রুস এয়ার বেজে পৌঁছান তারা। সেখানে সংক্ষিপ্ত ভাষণ দেন ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়াটা তার জন্য ‘বিশাল সম্মানের’। যুক্তরাষ্ট্রের মানুষের জন্য সবসময় লড়াই করে যাবেন। এ সময় বাইডেন ও কমলা হ্যারিসের নাম উল্লেখ না করে নতুন প্র্রশাসনের সাফল্য কামনা করেন তিনি।
ভাষণ শেষে এয়ারফোর্স ওয়ানে করে ফ্লোরিডায় পাড়ি জমান ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। দক্ষিণ ফ্লোরিডায় পাম বিচে নিজ বাড়ি মার-এ-লাগোতে থাকবেন তিনি। ট্রাম্পকে পৌঁছে দিয়ে বিমানটি ফিরে আসবে ম্যারিল্যান্ডে। এরপর এটি নিযুক্ত হবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেনের কাজে।
ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিল প্রাঙ্গণে কিছুক্ষণের মধ্যে শপথ নিতে যাচ্ছেন বাইডেন। শপথ শেষে আর্লিংটন ন্যাশনাল সেমিট্রিতে একটি পুষ্পস্তবক অনুষ্ঠানে অংশ নেবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। সেখান থেকেই প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউজে যাবেন বাইডেন দম্পতি।
বাইডেনের শপথ অনুষ্ঠানে ট্রাম্প না থাকলেও, উপস্থিত থাকবেন ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।