ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত অন্তত ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দিবাগত রাতে হওয়া ৬.২ মাত্রার এই ভূমিকম্পে ধসে গেছে হাসপাতাল ও হোটেলসহ অনেক স্থাপনা। এসবে আটকা পড়েছেন আরও অনেক মানুষ।
ভূমিকম্পের পর দ্বীপটির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আড়াই বছর আগে ভূমিকম্প ও সুনামিতে সেখানে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর দিয়ে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সংখ্যাটি আরও বাড়তে পারে। এর মধ্যে পশ্চিম সুলাওয়েসি রাজ্যের মামুজু শহরেই মৃত্যু হয়েছে আট জনের।
তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কম বলে উল্লেখ করেছেন সুলাওয়েসির স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের প্রধান আলি রহমান। তিনি বলেন, ‘আমরা সবশেষ যেসব তথ্য পেয়েছি, তাতে ২৬ জনের মৃত্যু হয়েছে…তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।’
ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল সুলায়েসি রাজ্যের মাজেনে শহর থেকে ছয় কিলোমিটার উত্তর-পূবে, ভূমি থেকে ছয় কিলোমিটার গভীরে।