বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার ডিগ্রি হারালেন ট্রাম্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ জানুয়ারি, ২০২১ ১৩:১৮

অধ্যাপক জেরেমি লিটাও এক টুইটবার্তায় লেখেন, ‘পাঁচ বছর ধরে ট্রাম্পের ডিগ্রি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। অবশেষে ট্রাস্টি বোর্ড সঠিক সিদ্ধান্ত নিল।’

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতার জেরে স্থায়ীভাবে টুইটার অ্যাকাউন্ট হারিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার তাকে দেয়া সম্মানসূচক ডিগ্রি ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে পেনসিলভানিয়ার একটি বিশ্ববিদ্যালয়।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ১৯৮৮ সালে লেহাই বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে গিয়েছিলেন ট্রাম্প। সে সময় তাকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। শুক্রবার ট্রাস্টি বোর্ডের এক সভায় ট্রাম্পের ওই ডিগ্রি প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়।

লেহাই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক জেরেমি লিটাও এক টুইটবার্তায় লেখেন, ‘পাঁচ বছর ধরে ট্রাম্পের ডিগ্রি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। অবশেষে ট্রাস্টি বোর্ড ঠিক সিদ্ধান্ত নিল।’

২০১৮ সালেও ট্রাম্পের ডিগ্রি প্রত্যাহার চেয়ে ভোট দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষক। সে সময় ওই দাবিতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।

এর প্রতিবাদে শিক্ষার্থীদের একটি পত্রিকায় লেখা হয়েছিল, ‘ডিগ্রি প্রত্যাহার না করার অর্থ ট্রাম্পের শ্বেতাঙ্গ বর্ণবাদ ও অভিবাসী ঘৃণাকে সমর্থন জানানো।’

বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী প্রার্থীর নাম ঘোষণার তারিখ ছিল। এ দিন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে ক্যাপিটল হিলে অবস্থান নিতে শুরু করেন তার সমর্থকরা। এ সময় সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন নিহত হন।

এ ঘটনার দুই দিন পর ট্রাম্পের ডিগ্রি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল লেহাই বিশ্ববিদ্যালয়।

এ বিভাগের আরো খবর