বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনার টিকার প্রতি মানুষের আগ্রহ কমছে

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ১৯:২৯

ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের জরিপ বলছে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া, কার্যকারিতা নিয়ে সংশয় এবং ‘করোনা অতোটা প্রাণঘাতী ভাইরাস না’ এই বিশ্বাস আগ্রহ কমার অন্যতম কারণ।

করোনায় থমকে গেছে পৃথিবী। গোটা বিশ্ব চেয়ে আছে একটি নিরাপদ ও কার্যকর টিকার দিকে। তবে কাঙ্ক্ষিত টিকার যখন প্রয়োগ চলছে, ঠিক সে সময় এটি নেয়ার প্রতি অনেকের আগ্রহ কমতে শুরু করেছে।

টিকা নেয়ার আগ্রহ প্রশ্নে ১৭ থেকে ২০ ডিসেম্বর চার দিনের একটি জরিপ চালায় ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম (ডব্লিওইএফ)। প্যারিসভিত্তিক মার্কেট রিসার্চ কোম্পানি আইপিএসওএসের সহযোগিতায় ১৫ দেশের সাড়ে ১৩ হাজার প্রাপ্তবয়স্কের ওপর অনলাইনে জরিপ চলে।

এতে দেখা গেছে, অক্টোবরে টিকা নিয়ে মানুষের যতটা আগ্রহ ছিল, ডিসেম্বরে তা কমে গেছে।

ফ্রান্সে অক্টোবরে ৫৪ শতাংশ মানুষ টিকার নেয়ার আগ্রহ দেখালেও, ডিসেম্বরে তা নেমে এসেছে ৪০ শতাংশে।

রাশিয়ায় কেবল ডিসেম্বরেই জরিপ চালানো হয়। দেশটিতে এখন ৪৩ শতাংশ মানুষ টিকা নিতে চাইছেন। বাকিরা চাইছেন না।

সাউথ আফ্রিকায় দু মাস আগে টিকার আগ্রহ ছিল ৬৮ শতাংশের, ডিসেম্বরে এই হার ৫৩। জাপানে অক্টোবরে ৬৯ শতাংশ থাকলেও, এখন ৬০।

ইতালিতে অক্টোবরের চেয়ে ৩ শতাংশ কমে এখন টিকা নিতে চাইছেন ৬২ শতাংশ নাগরিক। স্পেনে ২ এবং জার্মানিতে ৪ শতাংশ কমেছে টিকার আগ্রহ।

যুক্তরাষ্ট্রে ৬৯ থেকে নেমে ৬৪ শতাংশ, কানাডায় ৭৬ থেকে নেমে ৭১। দক্ষিণ কোরিয়ায় ৮৩ থেকে নেমে ৭৫, অস্ট্রেলিয়ায় ৭৯ থেকে ৭৫ শতাংশ,

মেক্সিকোতে ১ শতাংশ কমে ৭৭, যুক্তরাজ্যে ৭৯ থেকে নেমে ৭৭ শতাংশ।

ব্রাজিলে ৮১ থেকে নেমে ৭৮ এবং চীনে ৮৫ থেকে কমে ৮০ শতাংশ নাগরিক এখন টিকা নিতে আগ্রহী।

এ জরিপ বিশ্লেষণে দেখা যাচ্ছে, চীন, ব্রাজিল, মেক্সিকো, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং কানাডায় টিকার চাহিদা সবচেয়ে বেশি।

সে তুলনায় পরের সারিতে আছে, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, স্পেন এবং জাপান। সবচেয়ে বেশি আগ্রহ হারিয়েছেন ফ্রান্স, সাউথ আফ্রিকা ও রাশিয়ার নাগরিকেরা।

টিকার প্রতি আগ্রহ হারানোর কারণ

জরিপ বলছে, করোনার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভীতির কারণেই আগ্রহ হারাচ্ছে লোকে।

দ্বিতীয় কারণ, টিকার কার্যকারিতা নিয়ে সংশয়। রাশিয়া ও জাপানের নাগরিকদের মধ্যে এই সংশয় সবচেয়ে বেশি।

‘করোনা অতোটা প্রাণঘাতী ভাইরাস না’ বলে মনে করছেন অনেকে। আর এটাকেই তৃতীয় কারণ বলছে জরিপ। চীনের ৩২ শতাংশ, যুক্তরাজ্যের ২৫ এবং দক্ষিণ কোরিয়ার ৮ শতাংশ এটা বিশ্বাস করেন।

এ বিভাগের আরো খবর