পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বোলপুরের বিশিষ্ট বাউল শিল্পী বাসুদেব দাস বাউল গাইলেন, ‘তোমায় হৃদ মাঝারে রাকবো, ছেড়ে দেব না’।
বাসুদেব কয়েক দিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করেও গেয়েছেন একই গান।
২০ ডিসেম্বর বোলপুরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সাবেক সভাপতি অমিত শাহ। জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মধ্যাহ্ন ভোজ করেন বাসুদের বাউলের বাড়ি।
সেখানে অমিত শাহকে এই গানটিই গেয়ে শুনিয়েছিলেন বাসুদেব বাউল। গান শুনে নিজের মুগ্ধতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখও করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
কিন্তু এতে মন ভরেনি বাসুদেবের। তিনি নিজেই বলেন, ‘ইচ্ছা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু কথা বলার। কিন্তু তিনি সেই সুযোগই দেননি। কোনও কথা বলারই সুযোগ পাইনি।’
এরপরই দ্রুত চিত্র বদলায়। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাত হয় বাসুদেবের।
বিজেপির সাবেক সভাপতি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের বাড়িতেই গান শোনালেন বাসুদেব বাউল। ২০ ডিসেম্বর, বোলপুরে।
মঙ্গলবার বোলপুরে মমতা ব্যানার্জির রোড-শোতে ফের তৃণমূল মঞ্চে দেখা গেল বাসুদেবকে।
এদিন তিনি মমতা ব্যানার্জিকেই বসালেন হৃদ মাঝারে। বিজেপি শিবির ছেড়ে তৃণমূলের সংসারে তাকে দেখা দিতেই কলকাতার গণমাধ্যমে ফের শিরোনামে বাসুদেব বাউল।
বিজেপি অবশ্য বলছে ভয় দেখিয়ে তৃণমূল বাসুদেবকে দলে টানার চেষ্টা করছে। ঘৃণ্য রাজনীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি সাংসদ অনুপম হাজরা।