বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনাই কাল হয়েছে ট্রাম্পের

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১৯:৩৫

ভোটের মাত্র এক মাস আগে, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ দেন নিজের পছন্দের ব্যক্তিকে। তখনই আভাস মিলেছিল, ভোটের ফল নিয়ে আদালত পর্যন্ত যেতে পারেন ট্রাম্প। গিয়েছেনও। তবে ট্রাম্পের তোলা সব অভিযোগ খারিজ করে দেয় আদালত।          

মার্চ থেকে যখন বিশ্বজুড়ে মহামারি শুরু হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তখন বাকি মাত্র আট মাস।

শুরু থেকেই করোনা মোকাবিলায় হিমশিম খায় ট্রাম্প প্রশাসন। ইউরোপ থেকে ছড়ানো ভাইরাস আটলান্টিকের ওপারেও এমন তাণ্ডব চালাবে, কল্পনা করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আর এতেই জনপ্রিয়তার পালে লাগে ধাক্কা।

এক পর্যায়ে নিজ প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গেও করোনা ইস্যুতে বিবাদে জড়িয়ে পরেন ট্রাম্প। মাস্কের ব্যবহার প্রশ্নে রোগতত্ত্ববিদ অ্যান্থনি ফাউচিকে সরাসরি অথর্ব বলেও গালি দেন তিনি। সংক্রমণ আরও বাড়ায় পরে অবশ্য মাস্ক পরা অবস্থায় দেখা যায় ট্রাম্পকে।

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধকে পুঁজি করে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছিলেন ট্রাম্প। করোনাকে চীনা ভাইরাস অ্যাখ্যা দিয়ে চীনবিরোধী জনগণের বড় সমর্থনও আদায় করেছিলেন তিনি।

নির্বাচনি প্রচারে সস্ত্রীক ডনাল্ড ট্রাম্প।

করোনা ইস্যুকেই নির্বাচনি প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এছাড়া কট্টর জাতীয়তাবাদী ট্রাম্পের বিপক্ষে গেছে অভিবাসীদের ভোট।

শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ কয়েক জন হত্যার জেরও টানতে হয়েছে ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের ভোট গেছে বাইডেনের পক্ষে।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন

গত কয়েক দশকে যত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে ক্ষমতায় এসেছেন, সবাই কোনো না কোনো দেশে হামলা চালিয়েছেন। ক্ষেপাটে ট্রাম্প সেই পথে হাঁটেননি। যুদ্ধের বদলে শান্তি আলোচনায় জোর দিয়েছেন বেশি।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে ট্রাম্পকে। দীর্ঘ সময় ধরে চলা ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর বৈরিতা নিরসনেও তৎপর ছিল ট্রাম্প প্রশাসন।

আফগানিস্তানেও অনেকটায় সফল ট্রাম্প। দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরু ট্রাম্পের মধ্যস্ততাতেই।

তবে শেষ রক্ষা হয়নি। নির্বাচনে হেরে গেছেন জো বাইডেনের কাছে। ভোটের ফল নিয়ে মামলা করেও কাজ হয়নি। আদালতে খারিজ হয়েছে ট্রাম্পের তোলা সব অভিযোগ।

ট্রাম্পের রিপাবলিকান দলের অনেক সিনেটর হার মেনে নিলেও, তা মানতে নারাজ ট্রাম্প। ঘোষণা দিয়েছেন জানুয়ারিতেই দেখা যাবে কে হতে যাচ্ছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

এ বিভাগের আরো খবর