বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশে মৌলবাদ দেখছে ভারতীয় পত্রিকা

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১৯:৫৬

দেশে চলমান ভাস্কর্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গও আনা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে। বলা হয়েছে বাংলাদেশের কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাঙচুরের বিষয়টি নিয়েও।

যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত বিষয় নিয়ে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে যখন ভিডিও কনফারেন্স হচ্ছে তখন বাংলাদেশে নতুন মৌলবাদের উত্থান দিয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদ প্রকাশ করেছে ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম।

বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ব্যাখ্যা নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, শেখ হাসিনা সরকার এসব মোকাবিলা করতে পারবে কি না প্রকাশ করা হয়েছে সেই শঙ্কাও।

নরেন্দ্র মোদির সরকারের সময়ে গত কয়েক বছরে ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভাটা পড়ে হিন্দুত্ববাদের যে উত্থান ঘটেছে সে বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি প্রতিবেদনটিতে।

বাংলাদেশ প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, শেখ হাসিনা সরকার ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের বিরুদ্ধে ৮০টির বেশি মামলার কার্যক্রম আবার চালু করতে যাচ্ছে।

দেশে চলমান ভাস্কর্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গও আনা হয়েছে এই প্রতিবেদনে। বলা হয়েছে বাংলাদেশের কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাঙচুরের বিষয়টি নিয়েও।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, হেফাজতের নতুন কট্টরপন্থি প্রধান জুনাইদ বাবুনগরীর লোকেরা বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে দিয়েছে। সেই সঙ্গে অন্যান্য ভাস্কর্যও ভেঙে ফেলার হুমকি দিয়েছে।

হেফাজতের বিরুদ্ধে মামলাগুলো আবার চালু করা নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমে বরাতে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বক্তব্যও।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলাগুলো দীর্ঘ সময় স্থগিত রাখা যেতে পারে না। মামলাগুলোর বিস্তারিত যাচাইবাছাই করা হচ্ছে। দোষীদের শাস্তি দেয়ার বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

মামলাগুলোর বিষয়ে সরকার খুব তৎপর ছিল না স্বীকার করে মন্ত্রী বলেন, ‘নানা কারণে সাত বছর পেরিয়ে যাওয়াটা ভুল হয়েছে’।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার আল-কায়েদা, তালেবান ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত ইসলামী সন্ত্রাসী গ্রুপগুলো দমনে যে তৎপরতা দেখিয়েছে হেফাজতের ক্ষেত্রে তা দেখায়নি।

হেফাজতকে ছাড় দেয়ার কারণের ব্যাখ্যায় দাবি করা হয়েছে, সংগঠনটির আগের প্রধান শাহ আহমদ শফী ছিলেন সরকারপক্ষীয়। আর সরকার ধর্মীয় সংগঠনটিকে ব্যবহার করেছে জামায়াতে ইসলামীকে দমনে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেই হেফাজতই এখন সরকারের ওপর চড়াও হয়েছে। তাদের এই উত্থান হাসিনা সরকার দমাতে পারবেন কি না দেখা দিয়েছে সেই উদ্বেগ।

এর মধ্যে হেফাজতের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়। সম্প্রতি এক ওয়েবিনারে হেফাজতিদের ‘নব্য রাজাকার’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ভাস্কর্য নিয়ে হেফাজতের অবস্থানের সমালোচনা করে বঙ্গবন্ধুর নাতি জয় বলেন, ‘এখানে একটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। তারা বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলার হুমকি দিচ্ছে। ১৯৭১ সালে ছিল জামায়াত, এখন নতুন রাজাকারে পরিণত হচ্ছে হেফাজত।’

ভাস্কর্য ইস্যু ছাড়াও হেফাজত সম্প্রতি বেশ কিছু বিষয়ে তৎপরতা দেখিয়েছে বলে লিখেছে টাইমস অব ইন্ডিয়া। এর মধ্যে বাংলাদেশে ইসকনের কার্যক্রম বন্ধ, ফরাসি দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা এবং আহমদিয়াদের ‘অমুসলিম’ ঘোষণার দাবিতে শক্তি দেখাতে চেষ্টা করেছে সংগঠনটি।

এ বিভাগের আরো খবর