ইরানের পরমাণু চুক্তি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক ও অন্য পক্ষগুলো।
স্থানীয় সময় বুধবার বৈঠকটি হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা হেলগা স্মিডের সভাপতিত্বে ‘যৌথ কমিশন’ নামের ওই বৈঠক হয়।
চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো বৈঠকে অংশ নেয়। সামনের বৈঠকে স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন আন্তরিক আলোচনার ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ায় আলোচনায় দেশটির কোনো প্রতিনিধিকে রাখেনি ইরান।
পরমাণু সমৃদ্ধকরণ সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে চুক্তি করে ইরান।
২০১৫ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দেশটির সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি স্বাক্ষর করে চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। চুক্তিটি ‘ইরান পারমাণবিক চুক্তি’ হিসেবে সুপরিচিত।
২০১৮ সালের ৮ মে একতরফাভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর থেকে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নীতির অংশ হিসেবে ইরানের ওপর একের পর এক অবরোধ আরোপ করেন তিনি।
পরের বছর জেসিপিওএর মূল শর্ত মানতে অস্বীকৃতি জানায় ইরান। এর অংশ হিসেবে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে দেশটি। সম্প্রতি এর নিন্দা জানায় ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন।