ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় বড় অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন নিউজিল্যান্ডের এক যৌনকর্মী।
সোমবার বাদীকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাকে যৌনকর্মীদের অধিকারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বলা হয়, কর্মস্থলে যৌন হয়রানি থেকে মুক্ত থাকার অধিকার সবার আছে- এ মামলার মধ্য দিয়ে তা আবার সামনে এসেছে। মানসিক ক্ষতি ও জীবিকা অর্জনের উপায় বাধাগ্রস্ত হওয়ায় অভিযোগকারীকে ছয় অঙ্কের ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
এদিকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবার পরিচয়সহ বিস্তারিত প্রক্রিয়া গোপন রাখা হয়েছে।
নিউজিল্যান্ড সেক্স ওয়ার্কার্স কালেক্টিভের জাতীয় সমন্বয়কারী ডেম ক্যাথরিন হিলি বলেন, ‘যৌন পেশার প্রেক্ষাপটে এক যৌনকর্মীকে ক্ষতিপূরণ দেয়া বিশাল এক ঘটনা। কর্মক্ষেত্র, তা যেখানেই হোক না কেন, যৌন হয়রানির বিষয়ে মুখ খুলতে সাহসের দরকার হয়।’
নিউজিল্যান্ডের হিউম্যান রাইটস প্রসিডিংস দফতরের পরিচালক মাইকেল টিমিনস বলেন, ‘সব কর্মী তারা যে ধরনেরই কাজ করুন না কেন, কর্মস্থলে যৌন হয়রানির শিকার হতে পারবেন না। ব্যবসায়ী ও নিয়োগকর্তাদের বিষয়টি বুঝতে ও তাদের অধিকার নিশ্চিতে আহ্বান জানাচ্ছি।’
২০০৩ সালে যৌন পেশাকে অপরাধ হিসেবে গণ্য না করতে আইন পাস করে নিউজিল্যান্ড।