আফগানিস্তানে গাড়ি চালকসহ এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের শহর জালালাবাদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইনিকাস টেলিভিশন ও রেডিওর সাংবাদিক মালালা মাইওয়ান্দ গাড়িযোগে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন। এসময় বন্দুকধারীদের গুলিতে গাড়ির চালক মোহাম্মদ তাহিরসহ ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এই হামলার ব্যাপারে এখনও কেউ দায় স্বীকার করেনি।
নানগাড়ার প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, হামলার পরেই বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মাইওয়ান্দ সাংবাদিকতার পাশাপাশি নাগরিক অধিকার কর্মী হিসেবেও সক্রিয় ছিলেন। তিনি প্রায়ই আফগানিস্তানে নারী সাংবাদিকদের অসুবিধা নিয়ে কথা বলতেন।
আফগানিস্তানের ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক এক টুইট বার্তায় এই হামলার নিন্দা জানিয়েছেন।
গত কয়েক মাসে আফগানিস্তানে আততায়ীদের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক ও অধিকারকর্মী প্রাণ হারিয়েছেন।
গণমাধ্যম নিয়ে কাজ করা একটি আফগান সংস্থা বলছে, আফগানিস্তানে নারী সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে।