বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাম্পের আইনজীবী করোনায় আক্রান্ত

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২০ ০৯:০৬

রোববার ৭৬ বছর বয়সী জুলিয়ানিকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানির করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় রোববার এক টুইটবার্তায় তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো, রুডি। আমরা কাজ চালিয়ে যাব।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার ৭৬ বছর বয়সী জুলিয়ানিকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার কার্যক্রমে নেতৃত্ব দেন জুলিয়ানি। প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের মধ্যে সম্প্রতি জুলিয়ানিই করোনায় আক্রান্ত হলেন।

নিউ ইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিজে সরাসরি জানাননি। তবে করোনায় আক্রান্ত হওয়া নিয়ে ট্রাম্পের টুইট শেয়ার করেন তিনি।

হোয়াইট হাউজে কর্মরত জুলিয়ানির ছেলে অ্যান্ড্রু জুলিয়ানি গত মাসে করোনায় আক্রান্ত হন। এক টুইটবার্তায় তিনি জানান, তার বাবা ‘বিশ্রাম নিচ্ছেন, ভালো সেবা পাচ্ছেন ও ভালো বোধ করছেন’।

জুলিয়ানির করোনা উপসর্গ আছে কি না বা কখন তিনি এ রোগে আক্রান্ত হয়েছেন, তা পরিষ্কারভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দেশটির প্রায় এক কোটি ৪৬ লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ রোগে মৃত্যু হয়েছে দুই লাখ ৮১ হাজার ২৩৪ জনের, যা বিশ্বে করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

এ বিভাগের আরো খবর