ভারতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে কীভাবে টিকা বণ্টন করা হবে সে ব্যাপারে আলোচনা হয়েছে।
ভারতে আটটি টিকা ট্রায়াল পর্যায়ে আছে জানিয়ে অনলাইনে বৈঠকে মোদি বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা সরকারের হাতে চলে আসবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই টিকা দেয়া শুরু হবে।’
তিনি বলেন, ‘পুরো পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে সস্তা এবং উপযোগী টিকার আশায়।’
আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার টিকা তৈরি হয়ে যাবে বলে আশা করছেন ভারতের বিশেষজ্ঞদের।
বৈঠকে সব বড় দলের রাজ্যসভা এবং লোকসভার নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
বৈঠকে মোদি জানান,সব রাজ্যের সঙ্গে কথা বলেই টিকার দাম ঠিক হবে।
কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন গুলাম নবি আজাদ এবং অধীর চৌধুরী। তৃণমূলের পক্ষে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি আর বালু, জেডিএসের এইচ ডি দেবেগৌড়া, এনসিপির শরদ পাওয়ার, টিআরএসের নম নাগেশ্বর রাও, শিবসেনার বিনায়ক রাউত উপস্থিত ছিলেন বৈঠকে।
কেন্দ্রীয় সরকারের পক্ষে নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন , সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ,অর্জুন রাম মেঘাওয়াল ও ভি মুরলিধরন।
বৈঠকে মোদি দাবি করেন ‘ভারত অন্যান্য দেশের তুলনায় টিকাকরণের ক্ষেত্রে অনেক অভিজ্ঞ। এবং সেটা আমাদের কাজে লাগবে। কেন্দ্র রাজ্য সরকারগুলির সঙ্গে টিকাকরণ নিয়ে কথা বলছে, এবং এক্ষেত্রে জনস্বাস্থ্যকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।’