আফগানিস্তানের মধ্যাঞ্চলের প্রদেশ গজনিতে এক গাড়িবোমা হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন।
রোববারের এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গজনি প্রাদেশিক হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মাদ হেমাত জানান, হামলার স্থলে ৩০ জনের মৃত্যু হয়; আহত হন আরও ২৪ জন।
‘হতাহতদের সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য।’
স্থানীয় কর্মকর্তারা জানান, এই হামলার লক্ষ্য ছিল আফগান নিরাপত্তা বাহিনীর জননিরাপত্তা উইংয়ের একটি কম্পাউন্ড।
হামলায় আশপাশের বেসামরিক অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ধ্বংসস্তূপে আরও হতাহত মানুষ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একটি গাড়িতে বোমা বিস্ফোরণে এসব হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন আফগানিস্তান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। তবে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি তিনি।
এখন পর্যন্ত এই হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।
হামলার পর রয়টার্স থেকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারছেন না তিনি; উড়িয়ে দিতে পারছেন না এর দায়দায়িত্বও।
কাতারের দোহায় তালেবান যোদ্ধা ও আফগানিস্তান সরকার যখন বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে, তখন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত কয়েক মাসে এমন গাড়িবোমা হামলা ঢের বেড়েছে।
দুই দশক ধরে যুদ্ধের মধ্যে থাকা আফগানিস্তানে সহিংসতা এখনও অনেক বেশি। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আফগান সরকার ও তালেবানদের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে বিদেশি সরকার ও বিভিন্ন সংগঠন।
রোববার আফগানিস্তানে পূর্বাঞ্চলের প্রদেশ জাবুলেও বোমা হামলার ঘটনা ঘটে। শীর্ষ পর্যায়ের প্রাদেশিক এক কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো এই হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৩ জন।