বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরমাণু বিজ্ঞানী হত্যায় ‘ভাড়াটে’ ইসরায়েলকে দায়ী করলেন রুহানি

  •    
  • ২৮ নভেম্বর, ২০২০ ১৬:২৩

রুহানি বলেন, ‘আরও একবার ভাড়াটে, দখলদার জায়নবাদী রাষ্ট্রের রক্তে রঞ্জিত হয়েছে বৈশ্বিক ঔদ্ধত্যের ক্ষতিকর হাত।’

শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যায় ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট এ অভিযোগ করেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই সময় পরমাণু অগ্রযাত্রা এই খুনের ফলে বন্ধ হবে না বলেও জানান ইরানের প্রেসিডেন্ট।

রুহানি বলেন, ‘আরও একবার ভাড়াটে, দখলদার জায়নবাদী রাষ্ট্রের রক্তে রঞ্জিত হয়েছে বৈশ্বিক ঔদ্ধত্যের ক্ষতিকর হাত।

‘শহিদ ফাখরিজাদেহকে খুনের মধ্য দিয়ে আমাদের শত্রুদের হতাশা ও ঘৃণার গভীরতা বোঝা যায়। তার শাহাদাত আমাদের অর্জনকে শ্লথ করবে না।’

এদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা হোসেন দেহঘন হামলাকারীদের ‘বজ্রের মতো আঘাত’ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের সদস্য ছিলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফাখরিজাদেহ (৬৩)। শেষ সময়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইরান জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের ভূমিকার জোর ইঙ্গিত রয়েছে। নিজেদের রক্ষার পূর্ণ অধিকার তাদের আছে।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভানচি এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়।

রাভানচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের অভিলাষের বিরুদ্ধে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের অবশিষ্ট সময়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজ নাগরিক ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।’

এদিকে গুতেরেস এক বিবৃতিতে ইরানকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, ‘ইরানের পরমাণু বিজ্ঞানী খুনের খবর পেয়েছি। আমরা সংযমী হতে ও ওই অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে এমন কোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার ইরানের দামাবন্দ জেলার আবসারদ এলাকায় ফাখরিজাদেহকে বহন করা গাড়ি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। তার দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের পর গুরুতর আহত ফাখরিজাদেহকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর