ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ভারতের দুই সেনা নিহত হয়েছে।
শুক্রবার ভারতের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি ভঙ্গ করে রাজৌরির সুন্দারবানি সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী। গোলাগুলির এক পর্যায়ে নায়েক প্রেম বাহাদুর খাত্রি ও রাইফেলম্যান সুখবির সিং নিহত হন।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুনচ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের সেনাদের গুলিতে সুবেদার স্বতন্ত্র সিং নামে সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নিহত ও এক বেসামরিক নাগরিক আহত হন।