বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রেসিডেন্ট প্রাসাদে তিন দিন থাকবেন ম্যারাডোনা

  •    
  • ২৬ নভেম্বর, ২০২০ ১৩:৫৭

সর্বস্তরের মানুষ যাতে ফুটবলের মহানায়ককে শ্রদ্ধা জানাতে পারেন সে জন্য কাসা রোসাদা প্রাসাদে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাখা হবে কফিন।

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মরদেহ তিন দিন আর্জেন্টিনার প্রেসিডেন্ট দফতর কাসা রোসাদায় থাকবে।

প্রেসিডেন্টের মুখপাত্র মারিও আক বার্তা সংস্থা এএফপিকে জানান, সর্বস্তরের মানুষ যাতে ফুটবলের মহানায়ককে শ্রদ্ধা জানাতে পারেন সে জন্য কাসা রোসাদা প্রাসাদে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাখা হবে কফিন।

বুয়েনোস আইরেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, এর আগে বোকা জুনিয়রস স্টেডিয়াম নাকি আর্জেন্টিনোস জুনিয়রস স্টেডিয়ামে সাবেক অধিনায়ককে শ্রদ্ধা জানানো হবে- তা নিয়ে আলোচনা চলছিল। 

বুধবার আর্জেন্টিনার বুয়েনোস আইরেস প্রদেশের তিগ্রা শহরে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ম্যারাডোনার।

সেখান থেকে ওই দিন সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য তার মরদেহ প্রদেশটির সান ফেরনান্দো শহরের মর্গে পাঠানো হয়।

এর আগে পাবলিক প্রসিকিউটর জন ব্রোইয়ার্ড বলেন, ‘মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে।’

ম্যারাডোনার সম্মানে তিন দিন জাতীয় শোকের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফেরনান্দেস।

এ বিভাগের আরো খবর