বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবশেষে বাইডেনকে ক্ষমতা নিতে বললেন ট্রাম্প

  •    
  • ২৪ নভেম্বর, ২০২০ ০৮:৩৮

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলে বাইডেনের কাছে হারলেও তা মানতে নারাজ ছিলেন ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলছেন এই রিপাবলিকান প্রার্থী।

নির্বাচনের ফল না মেনে নেয়ার ব্যাপারে কয়েক সপ্তাহ গোঁ ধরে থাকার পর বাস্তবতা মেনে নিলেন ডনাল্ড ট্রাম্প।

জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ক্ষমতা হস্তান্তরে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেসনকে (জিএসএ) নির্দেশ দিয়ে ট্রাম্প সোমবার টুইট করেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আয়োজনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জিএসএ।

ঝুলে থাকা অঙ্গরাজ্য মিশিগান কর্তৃপক্ষ বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার খানিক পরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের কাছ থেকে এ নির্দেশনা আসলো।

সোমবার বাইডেনকে পাঠানো এক চিঠিতে জিএসএ’র প্রশাসক এমিলি মারফি জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করছেন।

তবে নির্বাচন নিয়ে বিতর্কের জায়গাগুলোতে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প ও তার উপদেষ্টারা।

টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘আমাদের মামলা দৃঢ়তার সঙ্গে চালিয়ে নেয়া হবে। আমাদের লড়াই চলবে।…আমার বিশ্বাস, আমরা জিতব। তবে আমাদের দেশের সর্বোচ্চ স্বার্থে ক্ষমতা হস্তান্তরের প্রাথমিক প্রটোকল শুরু করতে এমিলি ও তার দলকে সুপারিশ করছি। আমার দলকেও একই কাজ করার জন্য বলেছি।’

ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার জিএসএসের উদ্যোগে অভিনন্দন জানিয়েছে বাইডেন শিবির।

এক বিবৃতিতে তারা বলেছে, চলমান মহামারি নিয়ন্ত্রণে আনা এবং আমাদের অর্থনীতিকে সঠিক জায়গায় ফেরানোসহ দেশবাসীর চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ শুরু করার জন্য আজকের সিদ্ধান্তটি দরকার ছিল।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলে বাইডেনের কাছে হারলেও তা মানতে নারাজ ছিলেন ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলেন এই রিপাবলিকান প্রার্থী। বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে মামলাও ঠুকেন।

ভোটের ফলাফলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ৩০৬টি জিতে নিয়েছেন বাইডেন, যেখানে হোয়াইট হাউজে যেতে দরকার ২৭০টি ইলেকটোরাল।

এ বিভাগের আরো খবর