করোনাভাইরাস প্রতিরোধে নিজেদের উদ্ভাবিত টিকা ৭০ শতাংশ কার্যকর বলে দাবি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
সোমবার যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়টি এ ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি।
চলতি মাসে এই নিয়ে করোনা প্রতিরোধী তিনটি টিকার ঘোষণা এলো।
করোনা ঠেকাতে যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ কোম্পানি ফাইজার ও মডার্না নিজেদের উদ্ভাবিত টিকা ৯৫ শতাংশ কার্যকর দাবির পর অক্সফোর্ডের এ ঘোষণা একই সঙ্গে বিজয় ও হতাশার।
অবশ্য ফাইজার ও মডার্নার চেয়ে অক্সফোর্ডের টিকা অনেক সস্তা, সহজে মজুদযোগ্য ও বিশ্বের সব প্রান্তে পাওয়া যাবে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
তাই নিয়ন্ত্রকদের অনুমোদন পেলে করোনা ঠেকাতে অক্সফোর্ডের টিকা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একটি টিকা উদ্ভাবনে গবেষকদের সাধারণত দশক লেগে যায়। সে জায়গায় অক্সফোর্ড করোনার টিকা প্রায় ১০ মাসে উদ্ভাবন করেছে।
অক্সফোর্ডের করোনা টিকার ১০ কোটি ডোজ আগেই অর্ডার দিয়ে রেখেছে যুক্তরাজ্য সরকার। ৫ কোটি জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে এ সংখ্যাটা যথেষ্ট।
২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের ওপর অক্সফোর্ডের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়। এদের মধ্যে অর্ধেক যুক্তরাজ্যের; বাকিরা ব্রাজিলের।
টিকার দুটি ডোজ নেয়া ৩০ জনকে করোনা আক্রান্ত পাওয়া গেছে। যারা ডামি ইনজেকশন নিয়েছেন, তাদের মধ্যে আক্রান্ত পাওয়া গেছে ১০১ জনকে।
গবেষকদের ভাষ্য, ৭০ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম হয়েছে অক্সফোর্ডের টিকা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ডের টিকার ৪০ লাখ ডোজ যুক্তরাজ্যে সরবরাহের জন্য প্রস্তুত। আরও ৯ কোটি ৬০ লাখ ডোজ বিতরণ করা হবে।
তবে টিকাটির নিরাপত্তা, কার্যকারিতা ও উচ্চমান বজায় রেখে উৎপাদন নিয়ে পর্যালোচনা করে নিয়ন্ত্রকদের অনুমোদনের আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব বিষয় ফায়সালা হবে বলে আশা করা হচ্ছে।
মাসের শুরুতে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান ফাইজার জানায়, জার্মান প্রতিষ্ঠান বায়ো-এনটেকের সঙ্গে সম্মিলিতভাবে উদ্ভাবিত তাদের টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর।
পরে প্রতিষ্ঠানটির চূড়ান্ত প্রতিবেদনে দাবি করা হয়, টিকাটি কার্যকর ৯৫ শতাংশ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
যুক্তরাষ্ট্রের আরেক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না জানায়, তাদের টিকা মানুষকে করোনা থেকে নিরাপদ রাখতে কার্যকর প্রায় ৯৫ শতাংশ।