বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেনসিলভানিয়ায় ট্রাম্পের মামলা খারিজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ নভেম্বর, ২০২০ ১১:১৪

পেনসিলভানিয়া আদালতের বিচারক ম্যাথু ব্রান জানান, মামলায় নির্বাচন নিয়ে যেসব অনিয়মের অভিযোগ আনা হয়েছে সেসবের ‘ভিত্তি নেই’।

প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার কয়েক লাখ ইমেইল ভোট বাতিল চেয়ে ডনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা মামলাটি খারিজ করে দেয়া হয়েছে।

পেনসিলভানিয়া আদালতের বিচারক ম্যাথু ব্রান জানান, মামলায় নির্বাচন নিয়ে যেসব অনিয়মের অভিযোগ আনা হয়েছে সেসবের ‘ভিত্তি নেই’।

মামলাটি খারিজের অর্থ, গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটিতে ৮০ হাজার ভোটে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় আগামী সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কোনো বাধা রইল না।

সেই সঙ্গে পেনসিলভানিয়ার মামলাটি খারিজ নির্বাচনের ফল পাল্টে দিতে ট্রাম্প শিবিরের যে প্রচেষ্টা তাতেও বড় এক ধাক্কা হয়ে এল।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলে বাইডেনের কাছে হারলেও তা মানতে নারাজ ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলছেন এই রিপাবলিকান প্রার্থী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর সাধারণত যেসব প্রক্রিয়া অনুসরণ করা হয় তাও করছেন না ট্রাম্প।

ভোটের ফলাফলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ৩০৬টি জিতে নিয়েছেন বাইডেন, যেখানে হোয়াইট হাউজে যেতে দরকার ২৭০টি ইলেকটোরাল।

ট্রাম্পের মামলা বা আপত্তির কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের আনুষ্ঠানিক ফল এখনও ঝুলে আছে।

এর মধ্যে গত শুক্রবার জর্জিয়ায় ভোট পুনর্গণনার ফল ট্রাম্পের বিরুদ্ধে যায়। হাতে গণনা করা ফলেও বাইডেনকেই জয়ী ঘোষণা করা হয়। তাতেও থামছে না ট্রাম্প পক্ষ। রাজ্যটির ভোট ফের গণনা করার জন্য অনুরোধ জানানো নিয়ে গত দুই দিন ব্যস্ত সময় পার করে তারা।

নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঝুলে থাকা আরও একটি অঙ্গরাজ্য হলো মিশিগান। রিপাবলিকানদের এই ঘাঁটিতেও বাইডেন জিতেছেন।

এই অঙ্গরাজ্যেও ট্রাম্পের জন্য হতাশার খবর অপেক্ষা করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। মিশিগানে রিপাবলিকান নেতারা রাজ্যের ইলেকটোরাল বোর্ডকে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের ফল অনুমোদন দিয়ে দিতে বলেছেন।

রাজ্যের সবচেয়ে জনবহুল কাউন্টি ডেট্রয়েটের ভোট নিরীক্ষার আহ্বান জানিয়েছিল ট্রাম্প শিবির। কিন্তু মিশিগানের ডিপার্টমেন্ট অব স্টেট জানায়, নির্বাচনের ফল নিয়ে আরও দেরি করা এবং নিরীক্ষা করার বিষয়টি আইনসিদ্ধ নয়।

এদিকে, উইসকনসিন অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তারা জানান, ট্রাম্পের সমর্থকেরা ভোট পুনর্গণনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। ট্রাম্পের পক্ষের পর্যবেক্ষকেরা কোনো ক্ষেত্রে প্রতিটা ভোট নিয়েই চ্যালেঞ্জ তুলছেন। এর ফলে ভোট গণনা খুব ধীর হচ্ছে।

এক ডিসেম্বরের মধ্যে ভোট পুনর্গণনা শেষ করতে না পারলে উইসকনসিনে চূড়ান্ত ফল ঘোষণার ডেডলাইন পার হয়ে যাবে।

এ বিভাগের আরো খবর