বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে স্থানীয় নির্বাচনের উত্তাপ

  •    
  • ১৭ নভেম্বর, ২০২০ ২৩:৩৬

নির্বাচনে বিজেপি বিপরীতে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিডিপি এবং কাশ্মীরের আরও কয়েকটি দল। এদের সঙ্গে আসন সমঝোতা করেছে কংগ্রেস।

আগামী ২৮ নভেম্বর জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিল করে একে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। এর পরে প্রথমবারের মতো কোনো নির্বাচন হতে যাচ্ছে জম্মু-কাশ্মীরে। নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে সব দলই।

নির্বাচনে প্রতিটি আসনে একদিকে বিজেপি।

অন্যদিকের জোটে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিডিপি এবং কাশ্মীরের আরও কয়েকটি দল।

৩৭০ ধারা বিলোপের বিরোধী এই দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করেছে কংগ্রেস।

মঙ্গলবার কংগ্রেস এবং বিজেপিবিরোধী রাজনৈতিক দলগুলিকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বেশ কয়েকটি টুইটে কাশ্মীরের বিশেষ অধিকার রক্ষায় গুপকার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী দলগুলিকে ‘গুপকার গ্যাং’ বলে কটাক্ষ করেন তিনি।

বিরোধী দলগুলির অবস্থানকে জাতীয় স্বার্থবিরোধী বলে উল্লেখ করে টুইটারে অমিত শাহ লিখেছেন, ‘গুপকার গ্যাং বিশ্বায়নের পথে হাঁটছে। তারা চায়, জম্মু–কাশ্মীরে বিদেশি শক্তি নাক গলাক।’

এসময় জম্মু–কাশ্মীরকে চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ দাবি করেন তিনি।  

৩৭০ ধারা বিলোপর পর কাশ্মীরের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিরা কেউ প্রায় এক বছর, কেউ তারও বেশি সময় ধরে বন্দি অবস্থায় কাটিয়েছেন।

মুক্তি পাওয়ার পর একজোট হয়েছেন তারা। প্রথমবারের মতো জোট করেছেন ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। জোটে সিপিএমও আছে।

জেলার নির্বাচনে ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে ও জম্মু-কাশ্মীরকে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার বিপক্ষে কথা বলবে এই জোট।

অমিত শাহের টুইটের জবাবে পাল্টা বিজেপিকে আক্রমণ করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

টুইটারে তিনি লেখেন, ‘এটা ওদের পুরনো অভ্যাস। আগে বিজেপি বলতো , নকশালদের ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ ভারতের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। এখন আবার ‘গুপকার গ্যাং’ নিয়ে পড়েছে। আমাদের দেশদ্রোহী হিসেবে তুলে ধরতে চাইছে। বিজেপির মুখে এমন মন্তব্য হাস্যকর কারণ প্রতিদিন, প্রতি মুহূর্তে সংবিধান লঙ্ঘন করে ওরা।’

এ বিভাগের আরো খবর