বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদায় সৌমিত্র দা: মমতা

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ১৫:০০

মমতা বলেন, “‘ফেলুদা’ আর নেই। ‘অপু’ বিদায় জানিয়েছে। বিদায় সৌমিত্র (দা) চট্টোপাধ্যায়। তার সময়ের কিংবদন্তি ছিলেন তিনি।’

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ নিয়ে রোববার দুপুরে দুটি টুইট করেন তিনি।

টুইটের একটিতে মমতা বলেন, “‘ফেলুদা’ আর নেই। ‘অপু’ বিদায় জানিয়েছে। বিদায় সৌমিত্র (দা) চট্টোপাধ্যায়। তার সময়ের কিংবদন্তি ছিলেন তিনি। আন্তর্জাতিক, ভারতীয় ও বাঙালি সিনেমা একজন মহান ব্যক্তিকে হারাল। আমরা তাকে গভীরভাবে স্মরণ করব। বাংলা সিনেমা জগৎ অভিভাবক শূন্য হয়ে গেল।”

কলকাতার বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন সৌমিত্রের মৃত্যু হয় রোববার দুপুরে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সৌমিত্রকে নিয়ে করা অপর টুইটে মমতা লিখেন, “সত্যজিৎ রায়ের সিনেমা দিয়ে বিশেষ পরিচিত সৌমিত্র দা ‘লেজিয়ন অফ অনার’, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’, ‘বঙ্গভূষণ’, ‘পদ্মভূষণ’ ও আরও কিছু জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এটা অনেক বড় ক্ষতি। আমি শোকাহত। তার পরিবার, সিনেমা জগতের আপনজন ও তার ভক্তদের জন্য আমার সমবেদনা রইল।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের কমেন্টে অনেকে শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো খবর