বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজপথে ট্রাম্প সমর্থকরা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ নভেম্বর, ২০২০ ১৮:৪৪

মাগা র‌্যালিকে কেন্দ্র করে হোয়াইট হাউজের আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের কারচুপি দাবির সমর্থনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হোয়াইট হাউজের আশপাশে জড়ো হচ্ছেন তার সমর্থকরা। সেখানে বর্ণবাদবিরোধী আন্দোলনকারী ও পুলিশের বাধার মুখে পড়েছেন তারা।

স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হার মেনে নিতে না পারা লোকজন ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) র‌্যালির আয়োজন করে। এর অংশ হিসেবে তারা হোয়াইট হাউজ সংলগ্ন ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজায় জড়ো হতে থাকেন।

এ র‌্যালিকে কেন্দ্র করে হোয়াইট হাউজের আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা নামের চত্বরটি কিছুদিন আগেই বর্ণবাদবিরোধী আন্দোলনের কেন্দ্রে পরিণত হয়েছিল।

মাগা র‌্যালিতে পুলিশের হাতে কয়েক জন আটক হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে এ র‍্যালিকে ‘হৃদয়গ্রাহী’ উল্লেখ করে ট্রাম্প এক টুইটবার্তায় জানিয়েছেন, সমর্থকদের ‘হ্যালো’ বলতে র‍্যালির পাশ দিয়ে যাওয়ার সময় থামতে পারেন তিনি।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের চার দিন পর ডেমোক্র্যাটিক পার্টির বাইডেন ২৭০টি ইলেকটোরাল কলেজ নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম তাকে জয়ী ঘোষণা করে।

অন্যদিকে নির্বাচনে দেশজুড়ে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

তবে বৃহস্পতিবার দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) এক শীর্ষ কর্মকর্তা ও বেশ কয়েকজন নির্বাচন কর্মকর্তা এক বিবৃতি দেন। এতে তারা ৩ নভেম্বরের নির্বাচনকে ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু’ বলে দাবি করেন।

ভোটে কারচুপির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাননি বলেও জানান তারা।

এ বিভাগের আরো খবর