জেলজীবনের অভিজ্ঞতা তুলে ধরে পাকিস্তানের কোনো নারীই নিরাপদ নয় বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।
সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
মরিয়ম বলেন, দুই বার জেলে থাকা অবস্থায় তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা প্রকাশ করলে জড়িতরা মুখ দেখাতে পারবেন না।
জেলে তার কক্ষে ও বাথরুমে ক্যামেরা লাগানো হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘যদি জেলে আমার কক্ষে ও বাথরুমে ক্যামেরা লাগানো যায় ও আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা যায়, তাহলে পাকিস্তানের কোনো নারীই নিরাপদ নন।’
মরিয়ম নওয়াজ পাকিস্তান মুসলিম লীগ (পিএলএম-এন) এর ভাইস প্রেসিডেন্ট।
নভেম্বরের ১৫ তারিখ হতে যাওয়া গিলগিট-বালতিস্তানের নির্বাচনে পিএমএল-এনের হয়ে প্রচার চালাচ্ছেন তিনি।