লিবিয়ার খমস শহরের উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৭৪ অভিবাসীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।
আইওএমের তথ্য অনুযায়ী, রাবারের তৈরি একটি ডিঙি নৌকায় ১২০ জনেরও বেশি অভিবাসী ছিলেন। লিবিয়ার কোস্টগার্ড ও জেলেরা ৪৭ জনকে উদ্ধার করেন। চলতি বছরে ১ অক্টোবরের পর ভূমধ্যসাগরে এ নিয়ে আটটি নৌকাডুবির ঘটনা ঘটল।
লিবিয়ায় আইওএমের চিফ অফ মিশন ফেদেরিকো সোডা বলেন, ‘বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্র পারাপার অঞ্চল ভূমধ্যসাগরে বিপুল প্রাণহানি প্রয়োজনীয়, নিবেদিত অনুসন্ধান ও উদ্ধার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে চূড়ান্ত পদক্ষেপ নিতে রাষ্ট্রগুলোর অক্ষমতার প্রকাশ।’
এ ঘটনায় স্পেনের শরণার্থী উদ্ধার সংস্থা প্রোঅ্যাক্টিভ অপেন আর্মস ১১১ যাত্রীকে উদ্ধার করে। তাদের মধ্যে ছয় মাস বয়সী জোসেফ নামে এক শিশু ছিল। কিন্তু উদ্ধারের কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।
আইওএমের পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৭৯৬ জনের মৃত্যু হয়েছে।