মিশরের সিনাই উপত্যকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি শান্তিরক্ষী বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
নিহতদের মধ্যে ছয় জন যুক্তরাষ্ট্রের, একজন ফ্রান্সের ও একজন চেক প্রজাতন্ত্রের বলে জানা গেছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে।
এরা সবাই মিশর-ইসরায়েলের মধ্যকার শান্তিচুক্তি কার্যক্রম পর্যবেক্ষণে কাজ করা মাল্টিন্যাশনাল ফোর্স অ্যান্ড অবজারভারস (এমএফও) নামক সংস্থার সদস্য।
যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা।
সিনাই উপত্যকায় সংঘাত থামাতে মিশর-ইসরায়েল চুক্তি অনুযায়ী ১৯৭৯ সাল থেকে কাজ করে আসছে এমএফও।