বিহার বিধানসভার ২৪৩টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। ভারতীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় গণনা। একই সঙ্গে বিহারের একটি লোকসভার আসনের ও ভারতের ১১টি রাজ্যের বিধানসভার ৫৮টি আসনের উপনির্বাচনের ভোট গণনাও শুরু হয়েছে।
সকাল থেকেই সবার নজর বিহারের দিকে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াই হলেও কিছুটা পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি-জেডিইউ জোট।
করোনা মহামারির এই সময়ে ভোট গণনার জন্য এবার গণনা কেন্দ্র বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের ৩৮টি জেলার ৫৫টি জায়গায় ৪১৪টি হলঘরে হচ্ছে ভোট গণনা।
বিহারে তিন দফায় ২৪৩টি আসনে ভোট হয়। প্রার্থী ছিলেন ৩ হাজার ৭৫৫ জন। সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন।
বিহারের ভোটে মূল লড়াই বিজেপি-জেডিইউ জোটের সঙ্গে আরজেডি, কংগ্রেস ও বামেদের মহাজোটের। বিজেপি জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
অন্যদিকে, মহাজোট রাজ্যের সাবেক দুই মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর সন্তান তেজস্বী যাদবকে তাঁদের প্রার্থী করেছে। বুথ ফেরত সমীক্ষা বলছে তেজস্বীই এগিয়ে। বিকেলের মধ্যেই বিহারের চিত্রটি পরিস্কার হয়ে যাবে।
ভোটের ফল যাই হোক না কেন, দলীয় সমর্থকদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মহাজোটের নেতা তেজস্বী যাদব।
বিহারের বাল্মীকিনগর লোকসভা আসনের উপনির্বাচনের ফলও প্রকাশ হবে মঙ্গলবার। সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে।
বিহারের পাশাপাশি ভারতের ১১টি রাজ্যের বিধানসভার ৫৮টি আসনের উপনির্বাচনের ফলও জানা যাবে আজ। এর মধ্যে ২৮টি আসন মধ্যপ্রদেশ বিধানসভার। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দেওয়ায় এই উপনির্বাচনও বেশ গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাট ছাড়াও উত্তরপ্রদেশ, মণিপুর প্রভৃতি রাজ্যের বিধানসভার উপনির্বাচনের ফল জানা যাবে আজ। গুজরাট বিধানসভার আটটি আসনে, উত্তরপ্রদেশের সাতটি আসনে ও মনিপুরের চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।