অনেক জল ঘোলা হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হয়েছে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ২০টি ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার পরই তার জয় উদযাপন শুরু হয়ে যায়। নিজ পরিবারের সদস্যদের মধ্যে বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে প্রথম টুইটটি করেন তার বড় নাতনি নাওমি বাইডেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জয়ের পরই পরিবারের সদস্যদের একাংশ জড়িয়ে ধরেন বাইডেনকে। উচ্ছ্বসিত মুহূর্তটির ছবি যুক্ত করে টু্ইট করেন ২৭ বছর বয়সী নাওমি।
ছবির ক্যাপশন খুব সাদামাটা। শুধু ‘১১.৭.২০২০’ লেখা আছে এতে।
প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার ও তার প্রথম স্ত্রী ক্যাথলিনের সন্তান হলেন নাওমি।
১৯৭২ সালে বাইডেনের প্রথম স্ত্রী নেলিয়া হান্টার ও মেয়ে নাওমি ক্রিস্টিনা এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। কন্যার নামের সঙ্গে মিল রেখেই নাতনির নামকরণ করা হয় নাওমি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের নাতি-নাতনিদের মধ্যে একমাত্র নাওমিরই পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে।
টুইটারে নাওমির বায়োগ্রাফিতে লেখা ‘বোন, কন্যা, নাতনি...’।