যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০টির বেশি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন। তার এ জয়ে সারা বিশ্ব থেকে যখন অভিনন্দন আসছে, তখনও মামলা করায় ব্যস্ত ট্রাম্পের প্রচার দল। সর্বশেষ তারা মামলা করেছে অ্যারিজোনা অঙ্গরাজ্যে।
এদিকে ট্রাম্পের সহযোগী ও ঘনিষ্ঠদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খুব দ্রুত হোয়াইট হাউজ ছাড়ার পরিকল্পনা নেই ট্রাম্পের।