যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন, তা একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন স্পষ্টত এগিয়ে আছেন। পাশাপাশি তিনি রেকর্ডসংখ্যক পপুলার ভোটও পেয়েছেন।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার দুপুরে দুই বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট দেশজুড়ে ছয় কোটি ৯৬ লাখ ২৬ হাজার ১১২টি ভোট পান।
এর আগে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ছয় কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬টি ভোট পেয়ে রেকর্ড করেন।
২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ছয় কোটি ৫৮ লাখ ভোট পেয়েও ইলেকটোরাল কলেজের দৌড়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।
এবারের নির্বাচনে ডনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ছয় কোটি ৬৭ লাখ ভোট পেয়েছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে এখন পর্যন্ত ২৪৩টি ইলেকটোরাল কলেজ নিশ্চিত করেছেন বাইডেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে দরকার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট।