যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন উম্মে আহমেদ শিশির। উইসকনসিন অঙ্গরাজ্য থেকে ভোট দেন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টায় তিনি নিজের ইনস্টাগ্রামে ভোট দেয়ার ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় শিশিরের হাতে ‘আই ভোটেড’ (আমি ভোট দিয়েছি) লেখা স্টিকার।
তিনি ক্যাপশনে লিখেন, ‘ইলেকশন ডে #আইভোটেড #উইসকন্সিন’
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশির ১০ বছর বয়স থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। বসবাস সূত্রে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
২০১২ সালে সাকিবকে বিয়ে করেন শিশির। তাদের দুই সন্তান আলাইনা অব্রেই হাসান ও ইরাম আল হাসান।