যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, পেনসিলভানিয়ায় ডাকযোগে আসা ভোট গণনার বিরুদ্ধে তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
গত রোববার নর্থ ক্যারোলাইনার হিকোরিতে এক নির্বাচনি সমাবেশের আগে আগে শার্লটে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভোটাভুটি শেষ হওয়ামাত্র আমরা রাতেই আমাদের আইনজীবীদের মাধ্যমে অগ্রসর হবো।’
যুক্তরাষ্ট্রে এবার করোনার কারণে অনেক ভোটার ডাকযোগে তাদের ভোট আগাম পাঠিয়ে দিতে শুরু করেছেন। সেগুলো গ্রহণের শেষ তারিখ ও গণনার সময় নিয়ে একেক রাজ্যে একক নিয়ম চালু আছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যসহ অনেক রাজ্যে মঙ্গলবার ভোটের দিনও ডাক-ব্যালট গ্রহণ করা হবে। ফলে ভোট গণনা ও ফলাফল প্রকাশ পিছিয়ে যাবে।
শার্লটে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘নির্বাচনের পরেও ব্যালট সংগ্রহ করা হবে – এটা চিন্তা করাও ভয়াবহ। আমি মনে করি, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও লোকজনকে ভোট দিতে দেওয়া ভয়াবহ ব্যাপার। কেননা, এর একটিই ফল হতে পারে এবং সেটা খারাপ।’
ডাকযোগে আসা ভোট গণনা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, দেশের জন্য এটা একটা ভয়াবহ সিদ্ধান্ত।
পেনসিলভানিয়ায় ডেমোক্র্যাট দলের গভর্নর থাকায় সেখানে কারচুপির চেষ্টা করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প।
সূত্র: গার্ডিয়ান, এপি