প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘনিষ্ঠজনদের বলেছেন, মঙ্গলবার নির্বাচনের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলতে পারেন, যদি দেখেন তিনি এগিয়ে আছেন। ডাকযোগে জমা পড়া ভোট গণনার জন্য তিনি আর অপেক্ষা করবেন না। কেননা, ওই গণনায় অনেক বেশি সময় লাগতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের অনলাইন নিউজ সাইট অ্যাক্সিয়োস এ সংবাদ দিয়েছে। এ সম্ভাবনা অস্বীকার করেছেন ট্রাম্প। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত রোববার সন্ধ্যায় তিনি বলেছেন, ‘নির্বাচনের রাতে ফলাফল ঘোষণা হবে না, এটা চিন্তা করাও ভয়াবহ।’
অ্যাক্সিয়োসের খবরে বলা হয়েছে, ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরেই তার ঘনিষ্ঠ মহলে আগাম বিজয় ঘোষণার বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছেন। তিনি এমনকি নির্বাচনের রাতে একটি মঞ্চে উঠে নিজেকে বিজয়ী ঘোষণা করার সম্ভাবনা খতিয়ে দেখছেন।
তবে এটা করতে হলে তাকে ওহাইয়ো, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, টেক্সাস, আইওয়া, অ্যারিজোনা এবং জর্জিয়ায় বিজয়ী হতে হবে, নতুবা এইসব অঙ্গরাজ্যে স্পষ্টভাবে এগিয়ে থাকতে হবে।
ট্রাম্পের নির্বাচনি টিম প্রস্তুতি নিচ্ছে, তারা দাবি তুলবে, ৩ নভেম্বরের পরও ডাকযোগে আসা ব্যালট গণনা করা হলে এটাই প্রমাণ হবে যে ডেমোক্র্যাটরা ভোট জালিয়াতির চেষ্টা করছে।
করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রে এবার বিপুল সংখ্যক ভোটার ডাকযোগে তাদের ভোট পাঠিয়ে দিচ্ছেন। সেইসব ভোট শেষ কোন সময় পর্যন্ত গ্রহণ করা হবে এবং কখন সেগুলো খুলে গণনা করা হবে– সে ব্যাপারে একেক রাজ্যে একেক রকম নিয়মকানুন আছে।
পেনসিলভানিয়াসহ কয়েকটি রাজ্যে ভোটের দিন ভোট দেওয়া শেষ না হওয়া পর্যন্ত এই ডাকযোগের ভোট গ্রহণের সুযোগ খোলা থাকবে।
অনেক বিশ্লেষক মনে করছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় ব্যালটবাক্সে জমা পড়া ভোটে ট্রাম্প এগিয়েও থাকতে পারেন। তবে ডাকযোগে আসা ভোট গুণলে ফলাফল বাইডেনের দিকে ঘুরে যেতে পারে। ফলে ট্রাম্প রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা দিয়ে ডাকযোগের ভোট গণনা আটকে দেয়ার চেষ্টা করবেন বলে অনুমান করা হচ্ছে।
ট্রাম্পের উপদেষ্টারা কয়েক সপ্তাহ ধরে এ ধরনের পরিকল্পনা শানিয়ে আসছেন।
অ্যাক্সিয়োস-এর সাংবাদিক মন্তব্যের জন্যে যোগাযোগ করলে ট্রাম্পের নির্বাচনি প্রচারাভিযান দলের গণযোগাযোগ বিষয়ক পরিচালক টিম মুরটাউ বলেন, ‘এটা ট্রাম্পের বিজয়ের ব্যাপারে সন্দেহ তৈরির অপচেষ্টা। জিতলে তিনি তো সেই ঘোষণা দিবেনই।’