বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনের আগে রাজনীতি করছেন ফাউচি: হোয়াইট হাউজ

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ১৪:৪৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দফতরের অভিযোগ, ওই সাক্ষাৎকারে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের পক্ষালম্বন করেছেন ফাউচি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির বিরুদ্ধে নির্বাচনের আগে রাজনীতি করার অভিযোগ করেছে হোয়াইট হাউজ।

স্থানীয় সময় সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে দ্য ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার দেন ফাউচি। এর পরপরই তার সমালোচনা করে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দফতরের অভিযোগ, ওই সাক্ষাৎকারে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের পক্ষালম্বন করেছেন ফাউচি।

হোয়াইট হাউজের মুখপাত্র জুড ডিরে জানান, তার (ফাউচি) বক্তব্য ‘অগ্রহণযোগ্য ও রীতিবিরুদ্ধ’।

এক বিবৃতিতে জুড বলেন, ‘যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য হিসেবে কৌশলগত পরিবর্তনের জন্য উদ্বেগ জানানো বা চেষ্টা অব্যাহত রাখার দায়িত্ব ফাউচির। কিন্তু তিনি তা না করে গণমাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী বাইডেনের প্রশংসা করে তার প্রতি রাজনৈতিক পক্ষপাত করেছেন।’

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সামনের দিনগুলোতে দেশটিকে ‘বড় ক্ষতি’ সামলাতে হবে বলে সাক্ষাৎকারটিতে সতর্ক করেন ফাউচি।

করোনাকে ট্রাম্প ও বাইডেন কীভাবে দেখছেন, সে সংক্রান্ত মূল্যায়নও ওই সাক্ষাৎকারে তুলে ধরেন তিনি।

ফাউচি সতর্ক করে বলেন, ‘ভাগ্যের বিড়ম্বনা যদি দেখা দেয়, তাহলে শীতে সবাইকে ঘরে থাকতে হবে। সামনের করুণ পরিস্থিতির মুখোমুখি আমরা হয়তো আগে হইনি।’

করোনাকে দুই প্রেসিডেন্ট প্রার্থী কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে ফাউচি বলেন, ‘জনস্বাস্থ্য বিবেচনায় করোনা পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন বাইডেন। অন্যদিকে ভিন্ন দৃষ্টিকোণ অর্থাৎ অর্থনীতি ও সবকিছু ফের খোলার দিকে নজর ট্রাম্পের।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য নিয়ে জনগণের অভ্যাস ও আচরণে দ্রুত পরিবর্তন আনা উচিত যুক্তরাষ্ট্রের।’

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে বলা হয়, করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ৯০ লাখেরও বেশি।

এ বিভাগের আরো খবর