ফ্রান্সের নিস শহরে নটর ডেম গির্জায় ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় আটক ব্রাহিম আউইসাউই ‘সন্দেহভাজন জঙ্গি’দের তালিকায় ছিলেন না বলে জানিয়েছে তিউনিশিয়ার কর্তৃপক্ষ। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
ব্রাহিম আউইসাউইয়ের বাড়ি তিউনিশিয়ার বন্দরনগরী সিফাক্সে বলে জানানো হয়েছে প্রতিবেদনটিতে।
বিবিসিকে তিউনিশিয়ার এক কর্মকর্তা জানান, ব্রাহিম আউইসাউই দেশটির ‘সন্দেহভাজন জঙ্গি’দের তালিকায় ছিলেন না।
তার বড় ভাই ইয়াসিন বিবিসিকে বলেন, বুধবার রাতেও তার সঙ্গে কথা হয়েছে। তখন ব্রাহিম তাকে জানিয়েছেন নটর ডেম গির্জার আশপাশের কোনো এক ভবনের সিঁড়িতে ঘুমাচ্ছেন তিনি।
ফ্রান্সে সাম্প্রতিক হামলার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে
ইয়াসিন বলেন, ‘সে আমাকে বলেছে, সকালে এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করবে যে তাকে সাহায্য করতে পারবে।’
ইয়াসিনের মতে ব্রাহিম একজন বন্ধুসুলভ মানুষ। তার ভেতরে কখনো উগ্রপন্থার কোনো চিহ্নই দেখা যায়নি।
সৃষ্টিকর্তা যাতে ব্রাহিমকে সত্যের পথ দেখান ব্রাহিমের মা সেই প্রার্থনা করছেন বলে জানিয়েছে বিবিসির ওই প্রতিবেদন।
বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের গির্জার হামলায় তিনজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ একে ‘ইসলামপন্থি সন্ত্রাসী’র মূর্খতা হিসেবে অভিহিত করেছেন।
ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪৭ বছর বয়সী আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হামলার পরে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।