বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহানবীর (সা.) কার্টুনের নিন্দা জানাল সৌদি

  •    
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৬:৩৩

সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে যুক্ত করার যেকোনো ধরনের চেষ্টার নিন্দা জানিয়েছে সৌদি আরব।

সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে যুক্ত করার যেকোনো ধরনের চেষ্টার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে মহানবী হজরত মোহাম্মদের (সা.) কার্টুনের নিন্দা জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব কথা জানান।

মহানবীর কার্টুন করার অধিকার আছে—ফ্রান্সের এমন বক্তব্যের পর মুসলমান সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের সঙ্গে ফ্রান্সের উত্তেজনা চলছে। ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে কয়েকটি দেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, সৌদি সরকার বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক স্বাধীনতাকে মর্যাদা, সহনশীলতা ও শান্তির কেন্দ্রবিন্দু হিসেবে দেখার আহ্বান জানিয়েছে। এসব স্বাধীনতা বিদ্বেষ, সহিংসতা ও উগ্রবাদের জন্ম দেয় এমন চর্চা ও কর্মকাণ্ডকে প্রত্যাখান করে।

তিনি আরও বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে রিয়াদ।’

১৬ অক্টোবর মহানবীকে নিয়ে আঁকা কার্টুন শিক্ষার্থীদের দেখানোয় প্যারিসের স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদ করেন আবদুলাখ আনজোরভ নামের এক চেচেন বংশোদ্ভূত যুবক।

গত বুধবার স্যামুয়েলের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মাখোঁ বলেন, ‘স্যামুয়েলকে হত্যা করা হয়েছে কারণ ইসলামপন্থিরা আমাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিতে চায়। কার্টুন আমরা কখনোই সরাব না।’

মাখোঁর ওই বক্তব্যের পরই মধ্যপ্রাচ্যের দেশগুলো ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়।

সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও ফরাসি পণ্য বর্জনের ডাক দেন।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের আরো খবর