মানুষের মুখে মাস্ক। আকাশের মুখ ভার। মণ্ডপের দরজায় ঝুলছে ‘প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার। অভূতপূর্ব পরিবেশে কলকাতায় চলছে দুর্গা পূজা। ষষ্ঠির রাত থেকেই বৃষ্টি এবার সঙ্গী কলকাতার পূজায়। শুক্রবার সপ্তমীর সকালেও প্রবল বৃষ্টি হয়েছে এখানে। আকাশ ঘন মেঘে ঢাকা। রোদ্দুরের দেখা নেই। পূজার পরিবেশটাই এবার ফ্যাকাসে।
আবহাওয়াবিদেরা বলছেন, নিম্নচাপের হাত ধরে কলকাতায় রোববার নবমীর দিন পর্যন্ত চলবে মেঘ-বৃষ্টির খেলা। পশ্চিমবঙ্গের বাঙালির সবচেয়ে বড় উৎসবে এবার আবহাওয়া সঙ্গ দিচ্ছে না।
এমনিতেই করোনার কারণে মুখ ঢেকে আছে মাস্কে। স্যানিটাইজার হয়ে উঠেছে বঙ্গ জীবনের অঙ্গ! উৎসবের যাবতীয় আয়োজন ঢাকা পড়ছে সামাজিক দূরত্বে। মাইকে গান বা পূজার মন্ত্রের পাশাপাশি চলছে কোভিড সচেতনতার প্রচারও।
কোভিডের কারণে এবার সাধারণ দর্শনার্থীদের মণ্ডপে ঢোকা নিষিদ্ধ। তাই মণ্ডপের বাইরে থেকেই চলছে প্রতিমা দর্শন। গেটে ঝুলছে তালা। পূজাতেও রয়েছে প্রচুর বিধিনিষেধ।
শারীরিক দূরত্ববিধির নজরদারিতে পুলিশ এবার ব্যবহার করছে ড্রোন ক্যামেরা। হাইকোর্টের নির্দেশে কোভিডের সঙ্গে কোনো আপস করতে পারছেন না কলকাতার হাজার তিনেক বারোয়ারি পূজার উদ্যোক্তারা।
সব মিলিয়ে কলকাতায় সপ্তমীর সকালেও পূজার আমেজ এবার নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সকলেই এবার দুর্গা পূজায় স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিচ্ছেন। পূজার উদ্যোক্তারাও অভূতপূর্ব দুর্গা পূজায় করোনাকেই অসুর ভেবে তার থেকে মুক্তির পথ খুঁজছেন।