বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুম্বাইয়ে শপিং মলে আগুন

  •    
  • ২৩ অক্টোবর, ২০২০ ১৩:৫০

শপিং মলের পাশের ৫৫ তলা একটি ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে।

ভারতের মুম্বাইয়ের একটি শপিং মলে আগুন ধরেছে। এতে কেউ হতাহত না হলেও নেভাতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের দুই কর্মী।

শপিং মলের পাশের ৫৫ তলা একটি ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি সেন্টার মলে আগুন লাগে। শুক্রবারও আগুন নেভাতে পারেননি ফায়ার সার্ভিসের সদস্যরা।

মলের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করছে পুলিশ। পরে মলটির পঞ্চম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে।

শুক্রবার রাত ২টা ৪০ মিনিট নাগাদ আগুনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। বাহিনী ২৪টি ইঞ্জিন ও ১৬টি জাম্বো ট্যাংক নিয়ে আগুন নেভানোর কাজে নামে।

মুম্বাইয়ের চিফ ফায়ার অফিসার শশীকান্ত কেলাসের তত্ত্বাবধানে প্রায় ২৫০ জন আগুন নেভানোর কাজ করছেন।

পরিস্থিতি খতিয়ে দেখতে মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি

এ বিভাগের আরো খবর