বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওবামার 'ক্রেজি আংকেল' ট্রাম্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ অক্টোবর, ২০২০ ২০:৫৫

ওবামা মনে করছেন, ট্রাম্পের আচরণ কোনো প্রেসিডেন্টের স্বাভাবিক আচরণের মতো নয়। পরিবারের 'ক্রেজি আংকেল' ছাড়া আর কারও কাছে ভোটাররা এ ধরনের আচরণ আশা করেন না।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের প্রচারে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। 

বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এক কার র‍্যালিতে দেয়া ভাষণে ট্রাম্পকে ‘ক্রেজি আংকেল’ অভিহিত করেন তিনি। ওবামা অভিযোগ করেন, বর্ণবাদ উসকে দিয়েছেন ট্রাম্প। 

বাইডেনের নির্বাচনি প্রচারে প্রথমবার হাজির হয়ে ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, বাইডেন জিতলে সমর্থন না করায় অপমান ও জেলের ভয় দেখানো কোনো প্রেসিডেন্ট থাকবেন না।

ট্রাম্পের আচরণ কোনো প্রেসিডেন্টের স্বাভাবিক আচরণের মতো নয় বলেও মন্তব্য করেন ডেমোক্রেটিক দলের সাবেক এই প্রেসিডেন্ট।  

ওবামা বলেন, পরিবারের 'ক্রেজি আংকেল' ছাড়া আর কারও কাছে ভোটাররা এ ধরনের আচরণ আশা করেন না।

করোনা পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্পের ভূমিকার সমালোচনা করে ওবামা বলেন, 'ট্রাম্প আমাদের রক্ষা করতে পারবেন না। এমনকি তিনি নিজেকে রক্ষার ন্যূনতম ব্যবস্থাও নিতে পারেননি।'

একই দিন নিজের এক নির্বাচনি সমাবেশে ওবামাকেও এক হাত নিয়েছেন ট্রাম্প। 

ওবামার বক্তব্যের কয়েক ঘণ্টা পরে সন্ধ্যায় নর্থ ক্যারোলাইনার ওই সমাবেশে ২০১৬ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, 'হিলারি ক্লিনটনের জন্য ওবামার চেয়ে বেশি পরিশ্রম কেউ করেননি, তাই না? আমার মনে হয়, এ কারণে নির্বাচনে হারার কষ্ট হিলারির চেয়েও বেশি পেয়েছেন ওবামা।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর ১৩ দিন বাকি আছে। এরইমধ্যে রেকর্ড চার কোটি ২০ লাখ আগাম ভোট পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, ৩ নভেম্বরের নির্বাচনে কে জিতবেন তা অনেকটাই নির্ভর করছে ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে পরিচিত রাজ্যগুলোর দোদুল্যমান ভোটারদের ওপর।

সূত্র: বিবিসি

এ বিভাগের আরো খবর